09/12/2024 : 7:59 PM
অন্যান্য

ক্যামেরায় আর চোখ রাখবেন না বিশিষ্ট চিত্রসাংবাদিক রণজয় রায়

বিশেষ প্রতিনিধি, কলকাতাঃ হঠাৎ করে চলে গেলেন বিশিষ্ট চিত্রসাংবাদিক রনি (রণজয়) রায় । শুক্রবার বিকেলে এম আর বাঙ্গুর হাসপাতালে মাত্র ৫৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতা ময়দানের বহু পরিচিত এই চিত্র সাংবাদিক। তিনি ‘আজকাল’ পত্রিকার ক্রীড়া বিভাগে প্রায় ২৫ বছর ধরে কর্মরত ছিলেন। তার আগে তিনি ‘ভারতকথা ‘ পত্রিকায় কাজ করতেন। দীর্ঘদিনের সুগারের রোগী ছিলেন রনজয়। শুক্রবার দুপুর থেকে অসুস্থ বোধ করছিলেন। হঠাৎ করে সুগার লেভেল কমে যাওয়ায় তাঁকে বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়।
কিন্তু শেষ রক্ষা হয়নি। তাঁর এই অকাল প্রয়াণে স্বাভাবিক ভাবেই শোকের ছায়া নেমে আসে কলকাতার ক্রীড়ামহলে। কলকাতা ময়দানে রণজয়ের দীর্ঘদিনের সহকর্মী চিত্রসাংবাদিক অসীম পাল বললেন, এমনভাবে ও চলে যাবে ভাবতেও পারিনি। বড় ভালো মনের মানুষ ছিল রণজয়। বহু স্মৃতি জড়িয়ে আছে ওর সঙ্গে।

রণজয়ের মৃত্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি বলেছেন , তাঁর মৃত্যুতে চিত্র সাংবাদিকতা জগতে বিশেষ শূন্যতার সৃষ্টি হল। আমি তাঁর পরিবার পরিজন এবং অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

Related posts

ভারতীয় বিমান বাহিনী ভাইজাগ গ্যাস লিক মোকাবিলায় প্রয়োজনীয় রাসায়নিক পরিবহণ করেছে

E Zero Point

লকডাউনে ব্যপক নজরদারি মঙ্গলকোট পুলিশের

E Zero Point

অনলাইন রবীন্দ্র জয়ন্তী :~ লকডাউনে কবিপ্রণাম: ষষ্ঠ পর্ব

E Zero Point

মতামত দিন