সেখ নিজাম আলমঃ জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীকে অসংবিধানিক ভাষায় অপমানিত করার জন্য , রিপাব্লিক টিভি এবং সাংবাদিক অর্নব গোস্বামীর বিরুদ্ধে, আজ কাঁকসা ব্লক কংগ্রেস ও মানকর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে কাঁকসা থানা ও বুদবুদ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। কংগ্রেস নেতা এআইসিসি সদস্য ও পশ্চিম বর্ধমানের প্রাক্তন জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর নির্দেশে এবং মানকরের কংগ্রেস নেতা জয় গোপাল দে তার অঞ্চলকে নিয়ে কাকসা ব্লক কংগ্রেসে ও মানকর কংগ্রেসের পক্ষ থেকে এই লক ডাউনে দূরত্ব বজায় রেখে এই অভিযোগ পত্র দায়ের করা হয়। দাবী থাকে সোনীয়া গান্ধীকে অপমান করার জন্য যেন এই সাংবাদিকের উপযুক্ত শাস্তির ব্যাবস্থা করা হয়।
পূর্ববর্তী পোস্ট