07/05/2025 : 2:24 AM
অন্যান্য

সুরাত প্রবাসী বাঙালির সাংস্কৃতিক মুখ অরুময় শেঠ-এর আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

ব্রততী ঘোষ আলি, সুরাতঃ বাঙালি তার জীবিকার খোঁজে বাংলা ছেড়ে দেশের বিভিন্ন রাজ্যে বাস করছেন দীর্ঘদিন ধরে। সেখানকার সংস্কৃতির সাথে মিশে যায় অনেকেই প্রজন্মের পর প্রজন্ম। কিন্তু কিছু মানুষ থাকেন যারা বাংলার সংস্কৃতিকে আঁকড়ে ধরে থাকেন বাংলার বাইরেও। অরুময় শেঠ তাদের মধ্যে একজন ছিলেন। জীবিকা সূত্রে গুজরাতের সুরাত শহরে দীর্ঘদিন ধরে বাস করতেন। নিজের কর্মব্যস্তময় জীবন থেকে সময় বাড় করে বাংলা সংস্কৃতির জন্য আত্ম নিয়োগ করতেন তার সাথী বর্ণালী শেঠকে সঙ্গে নিয়ে। সুরাতের বাঙালি সমাজে সাংস্কৃতিক প্রসারের অন্যতম দিশারেখা ছিলেন তিনি। বিভিন্ন ক্লাবের প্রশাসনিক পদের সাথে যুক্ত ছিলেন।

আজ অরুময় শেঠের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী। গত ১০ এপ্রিল ২০১৮ আকস্মিক হার্ট অ্যার্টাকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুরাতের বাঙালিরদের মধ্যে সদা হাস্যময় ও প্রবাসী বাঙালি মধ্যে সাংস্কৃতিক চর্চার দিশারী অরুময় শেঠের দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে সকল বাঙালি সমাজ স্মৃতি ভারে ভারাক্রান্ত।

 

 

Related posts

রাজ্যে মোট সংক্রমিত ২৭৬! ২৪ ঘণ্টায় সংক্রমিত ২৪ জন কিন্তু কেন্দ্রীয় তথ্যে ৩১০ জন সংক্রমণ রাজ্যে 

E Zero Point

রেশনে খাদ্রসামগ্রী কম দেওয়ার অভিযোগ কেন্নার ডিলার মালিকের বিরুদ্ধে, এলাকায় ব্যাপক উত্তেজনা

E Zero Point

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বার্তা

E Zero Point

মতামত দিন