06/06/2023 : 8:21 AM
অন্যান্য

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বর্ধমানের টি এম সি স্পেশাল এডুকেটর সমিতির অনুদান

পরাগজ্যোতি ঘোষ: বর্ধমান তৃনমূল স্পেশাল এডুকেটর সমিতি মুখ্যমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে ৪৭৬০/- টাকা অনুদান দিলেন। এই সমিতির সভাপতি শান্তিরাম দাস, সম্পাদক নিত্যাননদ রায়, সহ সম্পাদক শিবপ্রসাদ মণ্ডল, পার্থ বিশ্বাস, মোহন মণ্ডল, দুলাল বর্মন, রুম্পা নন্দী মণ্ডল, সুজয় চৌধুরী, ময়না জশ, সৌমেন জশ, পাপিয়া মুখোপাধ্যায়, চন্দন মাজি ও আবিদ হাসান তাদের কষ্টার্জিত অর্থ অনুদান হিসেবে প্রদান করেন তাদের নয়নের মণি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে। সমিতির সহ সম্পাদক শিবপ্রসাদ মণ্ডল বলেন তাদের স্যালারি খুব বেশি নয়। কিন্তু আজ এই ভয়াবহ করোনা মোকাবিলায় তাদের এই ক্ষুদ্র অনুদান হয়তো রামচন্দ্রের সেতু বন্ধনের ক্ষেত্রে কাঠবিড়ালির ভূমিকাও গ্রহণ করবে। তবে ইচ্ছা থাকলেই উপায় হয় – সেটার উপর ভিত্তি করেই তারা এটা করতে পেরেছে।

Related posts

আজ থেকে বর্ধমান শহরে শর্তসাপেক্ষে খুলবে ব্যবসায়িক প্রতিষ্ঠান

E Zero Point

অনুগামীদের অপদস্থ করার চেষ্টা করলে, মেরে হাড়গোড় সমান করে দেবোঃ বিধায়ক

E Zero Point

গুজরাতের সুরাতে বস্তির মুস্কান স্কুলের বাচ্চা ও অভিভাবকদের প্রতিদিন খাবার দেওয়া হবে

E Zero Point

মতামত দিন