পরাগজ্যোতি ঘোষ: বর্ধমান তৃনমূল স্পেশাল এডুকেটর সমিতি মুখ্যমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে ৪৭৬০/- টাকা অনুদান দিলেন। এই সমিতির সভাপতি শান্তিরাম দাস, সম্পাদক নিত্যাননদ রায়, সহ সম্পাদক শিবপ্রসাদ মণ্ডল, পার্থ বিশ্বাস, মোহন মণ্ডল, দুলাল বর্মন, রুম্পা নন্দী মণ্ডল, সুজয় চৌধুরী, ময়না জশ, সৌমেন জশ, পাপিয়া মুখোপাধ্যায়, চন্দন মাজি ও আবিদ হাসান তাদের কষ্টার্জিত অর্থ অনুদান হিসেবে প্রদান করেন তাদের নয়নের মণি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে। সমিতির সহ সম্পাদক শিবপ্রসাদ মণ্ডল বলেন তাদের স্যালারি খুব বেশি নয়। কিন্তু আজ এই ভয়াবহ করোনা মোকাবিলায় তাদের এই ক্ষুদ্র অনুদান হয়তো রামচন্দ্রের সেতু বন্ধনের ক্ষেত্রে কাঠবিড়ালির ভূমিকাও গ্রহণ করবে। তবে ইচ্ছা থাকলেই উপায় হয় – সেটার উপর ভিত্তি করেই তারা এটা করতে পেরেছে।