স্টাফ রিপোর্টার, পূর্ব বর্ধমানঃ গত ২৬ এপ্রিল অক্ষয় তৃতীয়ার শুভ দিনে, পূর্ব বর্ধমান মেরিনার্স (মোহনবাগান ফ্যান্স ক্লাব ) এর তরফে বর্ধমানের ঝিঁগুটি ও বিজলি পারে মোট ২২০ টি পরিবারের হাতে প্রথম পর্যায়ের সাপ্তাহিক রেশন, একটি করে সাবান , ঘড়ি ডিটারজেন্টের এর প্যাকেট তুলে দেওয়া হয় এবং সাথে ১০০ র বেশি পরিবারের হাতে দুধ তুলে দেওয়া হয় যাদের ১০ বছরের নীচে বাচ্ছা আছে।
পূর্ব বর্ধমান মেরিনার্সের তরফে সায়ন দত্ত সৌমিক রায়রা জানান ” বিশেষ ভাবে জোর দিয়েছিলাম সোশ্যাল ডিস্টেন্সসিং এর উপর, আর সাথে ছিল স্যানিটাইজার যা আমরা প্রত্যেক পরিবারের রেশন সামগ্রী গ্রহণের আগে দিয়েছি । ” পল্লিমঙ্গল সমিতি র তরফে সভাপতি নিমাই মুখার্জী জানান ” পূর্ব বর্ধমান মেরিনার্সের হাতে ১০০ কেজি চাল, ২৫ কেজি ডাল, ১০০ প্যাকেট সোয়াবিন এবং ১৪০ প্যাকেট ঘড়ি ডিটারজেন্টের প্যাকেট তুলে দেওয়া হয়েছিল কিছু দিন আগে তাদের এই বিতরণের প্রস্তুতির কথা শুনে, আজ সফল ভাবে এই বিতরণ সম্পন্ন হওয়ায় শুভেচ্ছা জানাই পূর্ব বর্ধমান মেরিনার্সকে।” আয়জোক দের তরফে আকাশদীপ রায় জানান পল্লিমঙ্গল সমিতি ছাড়াও বর্ধমান ফুডিশ ক্লাব সহ অনান্য সংগঠণ ও অসংখ্য মোহনবাগান সমর্থক এই উদ্যোগে সামিল হয়ে পাশে দাড়িয়েছেন , ভবিষ্যতেও দ্বিতীয় পর্যায়ে পুনরায় এইরকম উদ্যোগ নেওয়ার চেষ্ঠা থাকবে , মেরিনার্স এর এই উদ্যোগে খুশী এলাকার স্থানীয় গ্রামবাসীরা।