পরাগজ্যোতি ঘোষ, কাকদ্বীপ: লকডাউনের মেয়াদ যত কমে আসছে ততই যেন করোনার উপদ্রব বেড়েই চলেছে। গত ২৬ এপ্রিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার, কাকদ্বীপ ব্লকে ৪৫ বৎসরের ঊর্ধ্বে এমন তিনজন করোনায় আক্রান্ত হলেন। এদের মধ্যে ২ জন মহিলা, একজনের বয়স ৪৮, নাম সুমিত্রা মাঝি এবং অন্য জন ৭২ বছরের, নাম আরতী ঠাকুর আর একজন পুরুষ যার বয়স ৭০ বছর, নাম দীপক মাইতি। এই তিনজন কাকদ্বীপ ব্লকের – শ্রীনগর, ঋষিবঙ্কিম ও প্রতাপাদিত্য অঞ্চলের বাসিন্দা। প্রতাপাদিত্য অঞ্চলের অন্তর্ভুক্ত পঞ্চম ঘেরি হালিশহর গ্রামের আরতী ঠাকুরের মেয়ের বাড়ি কাকদ্বীপ ব্লকের – বাপুজি অঞ্চলে। এই অঞ্চলের বাসিন্দা শিবপ্রসাদ মণ্ডল বলেন ভদ্রমহিলা পজিটিভ হওয়ার কিছুদিন আগে মেয়ের বাড়িতে বেশ কয়েক দিন ছিলেন। গতকাল বাপুজি অঞ্চলের প্রধান সুভাষ গুড়িয়ার নেতৃত্বে, পঞ্চায়েত মেম্বার সবিতা মণ্ডলের তত্ত্বাবধানে গ্রাম সভাপতি মাধব দাস এবং অনুপ মান্না ও অন্যান্য কর্মীদের সহযোগিতায় উনার মেয়ের পরিবার এবং আরও দুটি পরিবারের মোট ১৩ জনকে কোয়ারিন্টনে পাঠানো হয়। গ্রাম সভাপতি মাধব দাস এবং অনুপ মান্না বলেন বর্তমানে ঐ জায়গা ঘিরে রাখা হয়েছে। এখন ভয়ের কোনো কারণ নেই। এছাড়াও উনারা গ্রামবাসিদের অনুরোধ করেন যতটুকু বেশি সম্ভব বাড়ির ভেতরে থাকুন।
পূর্ববর্তী পোস্ট