18/09/2024 : 7:06 PM
অন্যান্য

সাত সকালে মেমারি শহরে পুলিশের নজরদারী

নূর আহমেদ, মেমারিঃ দেশ তথা রাজ্যের করোনা পরিস্থিতি ক্রমাগত উদ্বেগের কারণ হতে চলেছে। এমতাবস্থায় লকডাউন আরও বাড়তে পারে, কিংবা শর্তসাপেক্ষে লকডাউন বিধি শিথিল হতে পারে জানা যাচ্ছে। পূর্ব বর্ধমান জেলায় দুজন করোনা আক্রান্তের পর মেমারি শহরে কিছুটা লাগাম পড়েছে। আজ ভোরে থেকে  শহরের সব্জীবাজার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দোকানপাটে নজরদারী চালানো হয় পূর্ব বর্ধমান জেলার সি.আই. শ্যামল চক্রবর্ত্তী নেতৃত্বে ও মেমারি থানার ও.সি. সুদীপ্ত মুখার্জীরর তত্ত্বাবধানে। উক্ত অভিযানে সামিল ছিলেন মেমারি পুলিশের অভিজিৎ চ্যাটার্জী, বুদ্ধদেব ঘোষ, জয়দেব দে, শান্তনু রায় চৌধুরী। উক্ত সময় রাস্তায় যেসব টোটো, টেম্পো, বাইক, সাইকেল নিয়ে বাজার করতে এসেছিলেন তাদেরকে সচেতন করা হয় ও একজনের বেশি যাতে বাজারে না ঢোকে সেদিকে খেয়াল রাখেন। বাজারে বিক্রেতাদের মুখে মাস্ক আছে কিনা সেটাও দেখা হয় এবং তাদের সামাজিক দূরত্ববিধি মেনে ক্রেতাদের সাথে খাদ্য দ্রব্য বিনিময় করতে নির্দেশ দেওয়া হয়।

Related posts

মেমারি মাঝেরপাড়া ক্লাবে অন্নসামগ্রী দান

E Zero Point

লকডাউনে নিয়মনীতির ক্ষেত্রে বজ্রআঁটুনি ফস্কা গেরোর চিত্র মঙ্গলকোটের গ্রামীণ ব্যাঙ্কের জালপাড়া শাখায়

E Zero Point

রমজানের শেষ দশকে যেসব আমল করতে হবে

E Zero Point

মতামত দিন