25/04/2024 : 12:46 PM
অন্যান্য

ইতালিতে কমতে শুরু করেছে করোনায় মৃত্যুর সংখ্যা

সংবাদ সংস্থাঃ চীনের উহান শহর থেকে শুরু হওয়া করোনাভাইরাসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে  ইউরোপের দেশ ইতালি। করোনাভাইরাস আতঙ্কে  হতাশায় দিন কাঁটাচ্ছে ইতালির ছয় কোটি মানুষ। জনগণকে সুরক্ষা দিতে ইতালি সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। রবিবার তুলনামূলক ভাবে মৃত্যু সংখ্যা ছিলো কম। এদিন মৃত্যুবরণ করেছে ৫২৫ জন। আজকের মৃত্যহার আগের কদিনের চেয়ে কম। শনিবার প্রান  হারিয়েছিলো ৬৮১ জন ।শুক্রবার এ সংখ্যা ছিলো ৭৬৬ জন। বৃহস্পতিবার মোট প্রান হারিয়েছিলো ৭৬০জন। বুধবার  প্রাণহানির সংখ্যা ছিলো মোট ৭২৭জন। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১৫ হাজার ৮৮৭ জন। একদিনে নতুন আক্রান্ত চার হাজার ৩১৬ জন। দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা তিন হাজার ৯৭৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮১৮ জন। চিকিৎসাধীন ৯১ হাজার ২৪৬জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ২৮হাজার ৯৪৮ জন বলে জানিয়েছেন নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি।

তিনি বলেন, জনগণকে সুরক্ষা দিতে সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। ফলে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২১ হাজার ৮১৫ জন।

সারা ইতালি জুড়েই চলছে লকডাউন। এদিকে ষ্টার সানডেকে সামনে রেখে ইতালির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লেগা নর্দ নেতা মাথেও সালভিনি দেশের এই দূর্যোগ মুহূর্তে সব গীর্জা গুলোকে প্রার্থনা জন্য খুলে দিতে সরকারের প্রতি অনুরোধ করেছেন।তিনি বলেন দেশের এই দুর্দিনে আমাদের প্রত্যেকেরই প্রার্থনা করা উচিত।

প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তের আহবানে সাড়া দিয়ে দেশের এই দূরদিনে ৭ হাজার ২২০ জন অবসরপ্রাপ্ত ডাক্তার,নার্সও এম্ন্বুলেন্স কর্মি স্বাস্থ্যসেবা দিতে করোনায় আক্রান্তদের পাশে এসে দাড়িয়েছে। এদিকে রবিবার চীন থেকে ইতালির পালেরমো এলাকায় ৪০ টন চিকিৎসা সামগ্রী এসে পৌঁছেছে।শনিবার মিশরের স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসা সামগ্রী নিয়ে ইতালিতে এসেছেন।এছাড়াও করোনায় আক্রান্তদের সহযোগিতায় আলবেনিয়া, চীন ,কিউবা  এবং রাশিয়া থেকে  আগত মেডিকেল টিম ইতালির বিভিন্ন অঞ্চলে আক্রান্তদের সেবা দিয়ে যাচ্ছে।

Related posts

করোনা ভাইরাসের উত্তরোত্তর বৃদ্ধি, তবু হুঁশ ফেরেনি কালনার আমজনতার

E Zero Point

করোনাভাইরাসের কারণে ৩১ মার্চ পর্যন্ত সমস্ত যাত্রীবাহী ট্রেন বাতিল করল ভারতীয় রেল

E Zero Point

উড়ছে না ফানুস, নেই সম্মিলিত প্রার্থনা -বুদ্ধ পূর্ণিমায়

E Zero Point

মতামত দিন