জিরো পয়েন্ট নিউজ- কুরচি সেতু, মেমারি, ২১ ডিসেম্বর ২০২৪ :
দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের উদ্যোগে শুরু হলো আট দলীয় ক্রিকেট টুর্ণামেন্ট। বিশিষ্ট অস্থিরোগ বিশেষজ্ঞ ডাঃ বিপ্লব চ্যাটার্জী স্মৃতি সম্প্রীতি ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতগাছিয়া ফাঁড়ির আই সি সামাউর রহমান। এছাড়াও ছিলেন কাউন্সিলর সেখ ইউসুফ,, প্রয়াত ডাঃ বিপ্লব চ্যাটার্জীর পিতা গৌতম চ্যাটার্জ, খাঁড়ো যুবক সংঘের সভাপতি সেখ সামসুদ্দিন, সেখ সবুরুদ্দিন ও অন্যান্যরা।
মেমারি খাঁড়ো মাঠে আয়োজিত শনিবারের ক্রিকেট খেলায় এজলেশ মেমারিয়ান টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। জামালপুর জেবিএস প্রথমে ব্যাট করে ১৪ ওভারের শেষে ৫ উইকেটের বিনিময়ে ১৭৭ রান করে ।
এজলেশ স্টার ৫ উইকেটে ১৩ ওভারেই ১১৭ রানের লক্ষ্যমাত্রা পূরণ করে জয়লাভ করে। জেবিএস এর টুবাই ঘোষ ১০০রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। সমগ্র খেলাটিতে আম্পায়ারিং করেন চঞ্চল মূরমু ও মনোজ রায়।
এদিন দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের ক্রীড়া সম্পাদক হাফিজুর রহমান টিপু জিরো পয়েন্টের প্রতিনিধিকে বলেন বর্তমানে স্মার্টফোনে আসক্ত ছেলেমেয়েদের মাঠমুখী করার জন্য খাঁড়ো যুবক সংঘ সারাবছর ধরেই ক্রীড়াক্ষেত্রে কাজ করে চলেছে। ডাঃ বিপ্লব চ্যাটার্জী স্মৃতি সম্প্রীতি ক্রিকেট প্রতিযোগিতাটি প্রতি শনিবার ও রবিবার দুপুর ১ টা থেকে খেলা হবে। ফাইনাল খেলা আগামী ২৬ জানুয়ারি রবিবার।
দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের সম্পাদক সেখ খলিল বলেন, সম্প্রীতি উৎসব ও ২৮ তম রক্তদান শিবির আগামী ২৬ জানুয়ারী ২০২৫ এ খাঁড়ো মাঠে অনুষ্ঠিত হবে।