07/05/2025 : 2:00 AM
অন্যান্য

করোনা ভাইরাসের সংক্রমণকে রুখতে অল্টারনেটিভ ডিউটি রাজ্যের দমকল কর্মীর

করোনার সংক্রমণকে রুখতে রাজ্যের দমকলকর্মীরা অল্টারনেটিভ ডিউটি করছেন। সকাল আটটা থেকে তাদের কাজে যোগ দিতে হচ্ছে। পরের দিন সকাল আটটা অবধি ডিউটি করলে তবে, পরের দুদিন ছুটি পাচ্ছেন দমকলকর্মীরা। রাজ্যের সমস্ত দমকল স্টেশনে ডিউটি হচ্ছে একই নিয়মে। অল্টারনেটিভ ভাবে ডিউটি করলেও কোনো রকম গাফিলতি হবে না বা অভাব হবেনা কোনরকম কর্তব্যের। আর তেমনটাই জানিয়েছেন দমকল বিভাগ। পর্যাপ্ত পরিমান দমকলের ইঞ্জিন রাখা আছে। যেকোন সময় যেকোন পরিস্থিতিতে আগুনের মোকাবিলা করার জন্য। এছাড়া, প্রয়োজন পরলে যেকোনো সময় কর্মীদের ডেকে নেয়া যাবে বলেও জানিয়েছে দমকল বিভাগ। করোনার সংক্রমণের জন্য ট্রেন চলাচল বন্ধ। জরুরী পরিষেবা ছাড়া চলছে না কোনো কিছু। আর তাই দমকল কর্মীদের অফিসে আনার জন্য গাড়ি পাঠাচ্ছে দমকল বিভাগ।

Related posts

নিমো-২ পঞ্চায়েতের সলদা গ্রামে দিনমজুরের পাশে সিপিআইএম

E Zero Point

খাঁড়ো যুবক সংঘের রাজ্য ত্রাণ তহবিলে ও দরিদ্রদের অন্নসামগ্রী দান

E Zero Point

পল্লিকবির ১৩৭ তম জন্মবার্ষিকী পালন হল মঙ্গলকোটে

E Zero Point