25/04/2024 : 9:25 PM
অন্যান্য

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-১০

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-১০

“কুইজের খোঁজ খবর” ও ” কুইজ প্রতিযোগিতা” -প্রতিদিন কিছু বিষয়ে কুইজের খোঁজ খবর দেবো আমরা ও তার সাথে থাকবে একটি প্রশ্ন। যার উত্তর আমাদের ওয়াটসঅ্যাপ 7797331771  নাম্বারে  পাঠাতে হবে।

আমরা প্রতিদিন এবার থেকে দুপুর ১২টায় পোষ্ট করব এবং আপনাকে রাত ১২টার মধ্যে উত্তর দিতে হবে।

নিয়মাবলীঃ


১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিনের প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ১২টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে


ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি
ওয়াটসঅ্যাপ 7797331771


কুইজ প্রতিযোগিতা-৯- উত্তর

প্রশ্নঃ ভারত মহাসাগরে পূর্ব ম্যাডাগাস্কারের মাউরিটাস দ্বীপপুঞ্জের অ্যাম্বার দ্বীপে ১৬৬২ সালে শেষবারের জন্য দেখা যায় একটি বিলুপ্ত হয়ে যাওয়া পাখিকে। সেটি কি?
উত্তরঃ – ডোডোপাখি

সঠিক উত্তরদাতা

সকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। পেজটি আপনার টাইমলাইনে শেয়ার করুন ও আমাদের ফেসবুক পেজ Zero Point- জিরো পয়েন্ট লাইক করুন।


কুইজের খোঁজ খবর-১০

১৯৮৪ সালে আজকের দিনে বাচেন্দ্রী পাল প্রথম ভারতীয় মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করেন। পুরুষপ্রধান ভারতীয় সমাজে মহিলারা বহুবার ঘরের বাইরের বিবিধ ক্ষেত্রে তাঁদের দক্ষতার পরিচয় রেখেছেন, বিশ্বে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছেন, ভারতবাসী হিসাবে আমাদের গর্বিত করেছেন। আজ তাঁদেরই কয়েকজনের খোঁজখবর থাকল যাঁরা ভারতীয় পরিচয়ের সাথে সাথে বাঙালীও।

আজকের বিষয়ঃ বিবিধ ক্ষেত্রে প্রথম ভারতীয় ও বাঙালি মহিলা

১। প্রথম কোন ভারতীয় মহিলা বুকার পুরস্কার পান?
– অরুন্ধতী রায় (১৯৯৭), তাঁর প্রথম উপন্যাস The God of Small Things এর জন্য।

২। প্রথম কোন ভারতীয় মহিলা (এশিয়া মহাদেশ থেকেও প্রথম) ইংলিশ চ্যানেল অতিক্রম করেন?
– আরতি সাহা, ২৯শে সেপ্টেম্বর ১৯৫৯

৩। প্রথম কোন ভারতীয় মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পান?
– আশাপূর্ণা দেবী (১৯৭৬), ‘প্রথম প্রতিশ্রুতি’ উপন্যাসের জন্য

৪। ভারতবর্ষের প্রথম মহিলা রেলমন্ত্রী কে?
– মমতা ব্যানার্জ্জী।

৫। প্রথম কোন ভারতীয় মহিলা স্নাতক ডিগ্রী লাভ করেন?
– কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু (১৮৮৩)

৬। প্রথম কোন ভারতীয় মহিলা অনার্স গ্র্যাজুয়েট হন?
– কামিনী রায়, সংস্কৃত বিষয়ে বেথুন কলেজ থেকে ১৮৮৬ সালে

৭। প্রথম কোন ভারতীয় মহিলা বিজ্ঞানে ডক্টরেট হন?
– অসীমা চ্যাটার্জী, ১৯৪৪ সালে রাজাবাজার সায়েন্স কলেজ থেকে রসায়ন বিষয়ে

৮। প্রথম কোন ভারতীয় মহিলা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে বসেন?
– অরুন্ধতী ভট্টাচার্য

৯। প্রথম কোন ভারতীয় মহিলা কমার্শিয়াল প্লেনের পাইলট হন?
– দূর্বা ব্যানার্জী, ১৯৫৬ সালে ইন্ডিয়ান এয়ারলাইন্স বিমানের

১০। কেবল ভারতীয় হিসাবে নয়, বিশ্বে প্রথম ও একমাত্র কোন মহিলা ক্রিকেটার এক দিবসীয় আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ উইকেট দখল করেছেন?
– ঝুলন গোস্বামী

কুইজ প্রতিযোগিতা-১০


পাঠকের জন্য প্রশ্নঃ

কাদম্বিনী গাঙ্গুলি কোলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন ১৮৮৬ সালে। ঐ একই বছরে আরও এক ভারতীয় মহিলা ডাক্তারির ডিগ্রি অর্জন করেন পেনসিলভ্যানিয়ার মহিলা মেডিকেল কলেজ থেকে। এঁনারাই হলেন ভারতের প্রথম মহিলা চিকিৎসক। দ্বিতীয় জন কে?


সঞ্চালকঃ অপূর্ব কুমার সু


Related posts

মনুষ্যজীবনের জন্যই জগতের নাথ – ভগবান জগন্নাথ রথের সময় থাকবেন পুরীর মন্দিরেই

E Zero Point

শেষ হলো মঙ্গলকোট ১ নং শিক্ষা চক্রের বিদ্যালয় গুলির চতুর্থ দিনের মিড-ডে-মিল বিতরণ

E Zero Point

রেশনে খাদ্রসামগ্রী কম দেওয়ার অভিযোগ কেন্নার ডিলার মালিকের বিরুদ্ধে, এলাকায় ব্যাপক উত্তেজনা

E Zero Point

মতামত দিন