29/10/2024 : 6:15 PM
খেলা

মেমারিতে মোহন বাগান ফ‍্যান্স ক্লাবের ফুটবল প্রতিযোগিতা

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২৯ অক্টোবর ২০২৪ :


খেলাধুলার পরিবেশ উন্নয়নের উদ্দেশ্যে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা। অনুউর্দ্ধ ১৫ বছরের নিচে আট টি দলের খেলাটি পরিচালনায় মেমারি মোহনবাগান ফ‍্যান্স ক্লাব। খাঁড়ো ফুটবল মাঠে রবিবার সকাল ১০ টা নাগাদ পতাকা উত্তোলন করেন মোহনবাগান ফ‍্যান্স ক্লাবের সভাপতি অজয় ভট্টাচার্য।

বৃক্ষরোপণের মধ‍্য দিয়ে আট দলের খেলার উদ্বোধন করেন, ভারতীয় দলের প্রাক্তন খেলোয়ার রহিম নবি। মাঠে উপস্থিত ছিলেন, মেমারি বিধায়ক মধুসূধন ভট্রাচার্য, সায়ের কোচ অনন্ত ঘোষ, মোহনবাগান দলের প্রাক্তন খেলোয়ার দেবাশীষ কোনার ও মেমারির বেশ কিছু দিকপাল প্রাক্তন খেলোয়ারা।

প্রথম খেলা শুরু হয়, পান্ডুয়া মিলন সংঘ, বনাম খাঁড়ো যুবক সংঘ। পান্ডুয়া মিলন সংঘ, খাঁড়ো যুবক সংঘ কে ৩ –১ গোলে হারায়। অতিথিরা চলে যাবেন, সেই কারনে,অতিথিরা প্রথম খেলা দেখে পান্ডুয়া মিলন সংঘ দলের খেলোয়ার দিপক র্মুমুকে সেরা খেলোয়ার হিসাবে নির্বাচিত করে তার হাতে স্মারক তুলে দেন,রহিম নবি,দেবাশীষ কোনার, অনন্ত ঘোষ।

আট দলের খেলার ফাইনালের মুখোমুখি হয়। এডামাস ইউনাইটেড বারাসাত, বনাম পাহারহাটি কোচিং সেন্টার। এডামাস ইউনাইটেড বারাসাত, পাহাড় হাটি কোচিং সেন্টার কে ২–0 গোলে হারায়। এডামাস দলের ম‍্যান অফ দ‍্যা ম‍্যাচ হয়েছেন সাগর সরেন। এডামিস দলের সেরা গোলরোক্ষ রনিউল ইসলাম। জয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন। মোহনবাগান ফ‍্যান্স ক্লাবের সম্পাদক সৌভিক রায়চৌধুরী ও প্রাক্তন জাতীয় কোচ অনন্ত ঘোষ।

Related posts

ফুটবল প্রতিযোগিতায় জয়ী মেমারির জয়দীপ একাদশ

E Zero Point

ক্রিকেট ম্যাচে পরিবেশ সচেতনতার বার্তা জামালপুরে

E Zero Point

উয়েফা নেশন্স লিগে ছন্দে ফিরল ইতালি

E Zero Point

মতামত দিন