ভারতে করোনায় মৃত্যু বেড়ে ৮ । সুরাতে করোনায় মৃত ৬৭ বছরের বৃদ্ধা । দেশে ২৪ ঘণ্টায় ৩ করোনা আক্রান্তের মৃত্যু হল । এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭ ভারতীয় ও ১ বিদেশির । আজই মহারাষ্ট্র ও পটনায় ২ আক্রান্তের মৃত্যু হয়েছে । এর আগে কর্নাটক, দিল্লি, পঞ্জাব, মুম্বইয়ে মৃত্যু হয় করোনা আক্রান্তের । করোনায় এক ইতালিয়র মৃত্যু হয় রাজস্থানে । মহারাষ্ট্রে লক-ডাউনের মধ্যেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ৬৩ ৷ ভারতে এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ২৪ জন ৷ ভাইরাস মোকাবিলায় লকডাউন রাজস্থান, মহারাষ্ট্র এবং পঞ্জাব ৷ বিহার, ওড়িশায় আংশিক লকডাউন করা হয়েছে ৷ এদিকে ভারতে করোনায় মৃত বেড়ে ৬ ৷ ফের মহারাষ্ট্রে করোনা আক্রান্তের মৃত্যু হল রবিবার ৷ মুম্বইয়ে এই নিয়ে দ্বিতীয় করোনা আক্রান্তের মৃত্যু হল ৷
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ দাঁড়াল। দু’দিন আগে বালিগঞ্জ নিবাসী লন্ডনফেরত এক তরুণের শরীরে নোভেল করোনাভাইরাস ধরা পড়ে। তার পর থেকে তাঁর পরিবারের ১১ জনকে রাজারহাট কোয়রান্টিন সেন্টারে রাখা হয়েছিল। তাঁদের লালারসের নমুনা পাঠানো হয়েছিল ন্যাশনাল ইনস্টিটিউট অব এন্টেরিক অ্যান্ড কলেরা ডিজ়িজ় (নাইসেড)-এ। সেখানেই ওই তরুণের বাবা-মা এবং পরিবারের এক পরিচারিকার শরীরে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়েছে বলে রবিবার স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে।