স্টাফ রিপোর্টার, মেমারিঃ রাজ্যের লকডাউন পরিস্থিতিতে শ্রমজীবি দরিদ্র মানুষের কর্মহীন হয়ে আছেন। এই সঙ্কটময় পরিস্থিতিতে দরিদ্যমানুষদের পাশে এসে দাঁড়ালেন তৃণমূল ছাত্র পরিষদ জেলা সহসভাপতি ছাত্রনেতা মুকেশ শর্মা। মেমারি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া ও রেললাইন পাড়ায় অনুষ্ঠিত এই দান সমারোহে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম, মেমারি পৌর সভার উপ-পৌরপ্রধান সুপ্রিয় সামন্ত, সমাজসেবী শুভেন্দু গুহ, তৃণমূল মাধ্যমিক শিক্ষা সেলের সম্পাদক কৌশিক মল্লিক, তৃণমূল নেতা বাপি রহমান সহ সমস্ত যুব ছাত্রনেতারা। ১০৭ জন মানুষের হাতে চাল, জাল, সাবান, বিস্কুট, মাস্ক তুলে দেওয়া হয়।