জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৯ ডিসেম্বর ২০২৪ :
বর্তমান সময়ে বিনোদন জগতের ঝাঁ চকচকে কেরিয়ার কে না চাই। টিভি সিরায়ালে, সিনেমায় অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে মডেলিং, ডান্স, মেকআপ, এডিটিং, গ্রুমিং, ফটোগ্রাফি, সিনে অ্যাডভারটাইজিং, ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে সুযোগ আছে অনেক কিন্তু সঠিক ভাবে সঠিক জায়গায় থেকে শেখাটা জরুরী।
স্টারউইজ সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড পশ্চিমবঙ্গে মধ্যে অন্যতম এক নাম। যাদের লক্ষ্য মফঃস্বল শহর, গ্রাম, গঞ্জের প্রতিভাদের খুঁজে তাদেরকে বিনামূল্যে বিনোদনের বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী করা। ইতিমধ্যে পূর্ব বর্ধমান জেলার বড়শুলে তাদের স্কুল খোলা হয়েছে। এবার মেমারি থেকে স্টারউইজ সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের নতুন প্রোজেক্ট সিনেমাওয়ালা জেলায় জেলায় শুরু হল।
রবিবার দুপুরে মেমারি কৃষ্টি প্রেক্ষাগৃহের কনফারেন্স রুমে বিনামূল্যে সেমিনার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার উপ পৌরপ্রধান সুপ্রিয় সামন্ত সহ বাংলা টিভি সিরিয়ালের বিভিন্ন অভিনেতা, অভিনেত্রী, স্ক্রিপ্ট রাইটার, মেকআপ আর্টিস্ট সহ অন্যান্যরা।
স্টারউইজ সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের এম ডি কাজল মুখার্জী উপস্থিত অতিথিদের বরণ করে নেন।
স্টারউইজ সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের সি ই ও রাহুল মুখার্জী বলেন, আমাদের মূল লক্ষ্য সঠিক পদ্ধতিতে ও সৎভাবে গ্রাম-গঞ্জের প্রতিভাবানদের বিনোদন জগতে সুযোগ করে দেওয়া।