23/04/2024 : 6:14 PM
অন্যান্য

শিশুর মুখের হাসি ফোটালো বড়শুল কিশোর সংঘ

স্টাফ রিপোর্টার, বড়শুলঃ  গত ৩ মে বড়শুল কিশোর সংঘের পক্ষ থেকে বর্তমানে লকডাউন চলার জন্য কালিনগর এলাকার একটি চায়না ইঁট ভাটায় ৫০ জন শিশুর হাতে শুকনো খাদ্য সামগ্রী, বেলুন ও কোভিড-১৯ প্রতিরোধে মাস্ক তুলে দেওয়া হয়। বড়শুল কিশোর সংঘ থেকে জানানো হয় যে, প্রতিদিন খাবার তুলে দেওয়ার সামর্থ তাদের নেই কিন্তু পরিযায়ী শ্রমিকদের পরিবারের ছোটো ছোটো সন্তানদের হাতে শুকনো খাদ্য সামগ্রী তুলে দেওয়ার চেষ্টা করে যাবে, লকডাউন যতদিন না মিটছে।  উক্ত সামজিক কার্যে সহায়তা করেছেন ইঁটভাটার মালিক ও বড়শুল নিবাসী শুভেন্দু শেখর দত্ত।

Related posts

বাংলাজুড়ে ‘লকডাউন’ ঘোষণা নবান্নের, সোমবার থেকে কার্যকর…বিজ্ঞপ্তি কিছুক্ষণের মধ্যেই…

E Zero Point

মেমারিতে করোনা আক্রান্তের সেকেন্ডারী সংস্পর্শে আসা ২৪ জনকে হোম কোয়ারিন্টনে রাখা হল

E Zero Point

উত্তরাখন্ড থেকে ফেরার পথে পালসিটে বাস দুর্ঘটনা

E Zero Point

মতামত দিন