স্টাফ রিপোর্টার, মেমারিঃ পূর্ব বর্ধমানের জামালপুর থানার বেরুগ্রামের রুইদাস পাড়ার এক ৭০ বছরের বৃদ্ধা মা অনাহারে দিন কাটাচ্ছে এই সংবাদ এক দৈনিক পত্রিকায় প্রকাশিত হওয়ার পরই মেমারি শহরের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা দধীচি ফাউন্ডেশনের দুই যুব সদস্য সায়ন বিশ্বাস ও শুভজিৎ ঘোষ খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে গেল বৃদ্ধ মা-এর ডাকে। লকডাউনের প্রথমদিন থেকেই দধীচি ফাউন্ডেশনের সদস্যরা বিভিন্ন ভাবে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে।
গত ৩ মে দধীচি ফাউন্ডেশনের চোটখন্ড ও নিমো অঞ্চলে ৯০ টি পরিবারকে এক সপ্তাহের জন্য খাদ্যসামগ্রী তুলে দিলেন। উক্ত সেবামূলক কর্মসূচীতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অচিন্ত্য কুমার বিষয়ী।