28/05/2023 : 5:37 PM
অন্যান্য

মেমারি বিধায়িকার উদ্যোগে ইফতার সামগ্রী ও বস্ত্র বিতরণ

নূর আহামেদ, মেমারিঃ রমজান উপলক্ষে ও লকডাউনের ফলে রুজীরোজগারহীন অসহায় মানুষদের জন্য মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম আজ ত্রাণ বিলি করলেন। বিধায়িকা তার নিজস্ব তহবিল থেকে ইফতারের সামগ্রী ও বস্ত্রবিতরণ করেন। আজ তিনি তার বিধানসভা ক্ষেত্রের ৬টি অঞ্চল পঞ্চায়েতে ত্রাণ সামগ্রী পাঠান। বাগিলা, দেবীপুর , দূর্গাপুর, আমাদপুর, গন্তার -১, দলূইবাজার-২ অঞ্চল পঞ্চায়েতের প্রতিনিধিদের হাতে বিধায়িকা নার্গিস বেগম ত্রাণ সামগ্রীর প্যাকেট তুলে দিলেন।

মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম রমজান উপলক্ষে সমগ্র মেমারিবাসীকে রমজানের অভিনন্দন ও ঈদের আগাম শুভেচ্ছা জানান। করোনার প্রকোপ থেকে বাঁচতে চতুর্থ দফার লকাডাউনের মাঝে ঈদের উৎসব পালিত হবে। তাই সকলকে ঘরে থেকে উৎসবে অংশগ্রহণ করতে বললেন।

 

Related posts

মেমারিতে বিধবা ও অসহায় মহিলাদের সাহায্য করলেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত

E Zero Point

ছড়া-নাটিকা —করোনা দাওয়াই | সুশান্ত পাড়ুই

E Zero Point

সব দোকান-বাজার খোলা থাকবে, গুজব ছড়ালে কড়া ব্যবস্থা: মুখ্যমন্ত্রী

E Zero Point

মতামত দিন