30/10/2024 : 3:06 AM
অন্যান্য

ফ্যালকন মোটর স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে দরিদ্রদের মধ্যে অন্নসেবা

স্টাফ রিপোর্টার, বর্ধমানঃ ফ্যালকন মোটর স্পোর্টস ক্লাবের ব্যবস্থাপনায় পল্লিমঙ্গল সমিতির সহযোগিতায় চাঁদসোনা ক্লাবের আয়োজনে বর্ধমানের চাঁদসোনা গ্রামে ৩২০জন মানুষের জন্য অন্নসেবা করা হয়। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি  পিন্টু সাহা, বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক সহ অনান্যরা , থার্মাল গান ও পার্লস অক্সিমিটার ব্যবহার করে স্বাস্থ্য পরীক্ষা করে তবেই খাবার বিতরণ করা হয়।

Related posts

বিদ্যালয় খোলায় অভিনব উদ্যোগ পূর্ব বর্ধমান জেলার জামালপুরে

E Zero Point

গুসকরা পৌরসভার প্রাক্তন কাউন্সিলরের ৫০ হাজার টাকা দান মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে

E Zero Point

জিরো পয়েন্ট রবিবারের আড্ডা | কেতকী মির্জা | মঞ্জুশ্রী মন্ডল | পুনম বোস | রণজিৎ মল্লিক (কবিরুল) | অজয় কুমার দে

E Zero Point

মতামত দিন