স্টাফ রিপোর্টার, বর্ধমানঃ ফ্যালকন মোটর স্পোর্টস ক্লাবের ব্যবস্থাপনায় পল্লিমঙ্গল সমিতির সহযোগিতায় চাঁদসোনা ক্লাবের আয়োজনে বর্ধমানের চাঁদসোনা গ্রামে ৩২০জন মানুষের জন্য অন্নসেবা করা হয়। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি পিন্টু সাহা, বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক সহ অনান্যরা , থার্মাল গান ও পার্লস অক্সিমিটার ব্যবহার করে স্বাস্থ্য পরীক্ষা করে তবেই খাবার বিতরণ করা হয়।
পূর্ববর্তী পোস্ট
পরের পোস্ট