13/09/2024 : 4:24 AM
অন্যান্য

এই প্রথম করোনা সংক্রমণ মৃতদেহ থেকে, চাঞ্চল্যকর রিপোর্টে আতঙ্ক বিশ্বজুড়ে

সংবাদ সংস্থাঃ করোনা নিয়ে সারা বিশ্বের মানুষ এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে, গত কয়েকমাস থেকে সারা বিশ্বের মানুষ এই করোনা নিয়ে লড়খি চালিয়ে যাচ্ছে। কিন্তু এখনও করোনাকে ঠেকানো যায় নি। উন্নত সব দেশ গুলো এখনও হিমশিম খাচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শোনা যাচ্ছে করোনা নিয়ে। কিন্তু সরকার বলেছে গুজবে কান না দিতে। হাঁচি কাশি থেকে ছড়ায় এই করোনা। নাকি অন্য কিছু থেকে এইসব নিয়ে প্রশ্ন করা হলে উঠে আসে বিভিন্ন তথ্য। এখন সারা বিশ্বেই চলছে লক ডাউন। কিন্তু তাও কোনো মতেই এই করোনাকে রোখা যাচ্ছে না। বিভিন্ন দেশ ভ্যাকসিনের কাজে লেগে গেছে, কিন্তু সফলতা এখনও হাতে আসে নি। কিছুদিন আগেই শোনা গিয়েছিল মালিকের দেহে থেকে পোষ্যের দেহে করোনা ছড়িয়ে পরেছিল। যেটা কেউ ভাবতেই পারেনি। কারণ সবাই জানত এটা কখনোই হবে না। তবে এটা একটা নতুন দিক খুলে দিয়েছে, যা সবাইকে নতুন করে সমস্যায় ফেলেছে। এবার জানা গেল আরেক তথ্য সেটা হল, মৃত রোগী থেকেও ছড়িয়ে পরতে পারে ভাইরাস। যেটা এবার সামনে এসেছে। একটি রিপোর্টের মাধ্যমে সম্প্রতি জানা গেছে সেই ঘটনা। জার্নাল অফ ফরেনসিক মেডিসিন পত্রিকায় এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে, আসলে ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে। সেখানকার একজন ফরেনসিক কর্মীর শরীরে ছড়িয়েছে করোনা ভাইরাস। এই ফরেনসিক কর্মীরা অত সহজে রোগীর কাছে যায় না। কিন্তু তারা মৃত রোগীর খুবই কাছাকাছি যায়, আর এটাই আসল কারণ রোগ ছড়ানোর। এমন কান্ড প্রথম ঘটলো তাই এটা সবার কাছে নতুন। তাই সবার কাছেই একটি অবাক করা বিষয়। এই নিয়ে হু বলেছে, আসলে এই ভাইরাস কোনো কিছুর ওপরে বেঁচে থাকে কয়েকঘন্টা, কয়েকদিন, এবার সেখান থেকেই ছড়িয়েছে কিনা ভাইরাস সেটা বলা যাচ্ছে না। তবে মৃতদেহের শরীরে কতক্ষণ বেঁচে থাকতে পারে ভখিরাস সেটা হুঁ জানায় নি। তবে তাদের তরফ থেকে বলা হয়েছে, ভাইরাসের কাছাকাছি গেলেই পিপিই সর্বদা ব্যবহার করা উচিৎ। এদিকে এই ব্যাপার সম্পর্কে কেউ অবগত ছিল না। তবে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর পরে সেভাবেই ব্যবস্হা নেওয়া উচিৎ, কারণ এটা যখন ছোঁয়াচে তখন এইসব কিছু মাথায় রেখেই কাজ করা উচিৎ।

Related posts

মেমারিতে মহিলারা লাইন দিয়ে জনধনের টাকা তুলছেন : কেন্দ্র থেকে ২০ কোটি মহিলা জনধন অ্যাকাউন্টধারীদের খাতায় প্রথম কিস্তি জমা পড়ল

E Zero Point

‘আপনার অর্থ নিরাপদ’, করোনা সংকটে আমানতকারীদের আশ্বাস, আগামী তিন মাস সমস্ত লোনের EMI স্থগিত: RBI

E Zero Point

মেমারিতে হাসপাতাল ও বিডিও অফিসে সিপিআইএম-এর ডেপুটেশন

E Zero Point

মতামত দিন