06/06/2023 : 9:07 PM
অন্যান্য

বিধায়কের উপস্থিতিতে বড়শুল কিশোর সংঘের ত্রাণ শিবির

স্টাফ রিপোর্টার, বড়শুলঃ সরকারী উদ্যোগে চাল পাচ্ছে সকলেই প্রায়, কিন্তু তার সাথে সাথে নিত্য প্রয়োজনীয় ডাল তেল সব্জী ইত্যাদি জিনিষের ক্রয় ক্ষমতা হারিয়েছে সাধারণ মানুষ , কাজ হারিয়ে ঘরে বসে তাই সাধ কে বেধে রেখে সাধ্য মতন খেয়েই পেট ভরাচ্ছে অনেক নিম্নবিত্তই ! অনেক সংগঠন চাল ডাল তেলের পসরা নিয়ে সাহায্যের হাত বাড়ালেও ১৪রকম সব্জী সহকারে চাল বিতরণ করে অনন্য নজির গড়ল বড়শুল কিশোর সংঘ; স্থানীয় বিধায়ক নিশীথ মালিকের উপস্থিতিতে আনুমানিক প্রায় ৫০ জন মানুষের হাতে এদিন ত্রাণ তুলে দেওয়া হয় বলে জানান সংঘের সম্পাদক পার্থ ঘোষ।

পল্লিমঙ্গল সমিতির সভাপতি নিমাই মুখার্জী এদিন বলেন “পল্লিমঙ্গল এর তরফে এদিন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয় বড়শুল কিশোর সংঘের উদ্দেশ্য ১৪রকম সব্জী ও চালের সাথে আমাদের তরফে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে প্রত্যেকের জন্য ১টি করে ঘড়ি ডিটারজেন্ট পাউডারের প্যাকেট তুলে দেওয়া হয় প্রত্যেকের হাতে, অসময়ে মানুষের পাশে থাকার তাদের এই প্রচেষ্ঠার পল্লিমঙ্গল সমিতি সাধুবাদ জানায় ” বড়শুল কিশোর সংঘের এই উদ্যোগ হাসি ফুটিয়েছে অনেকের মুখেই , এখন অবধি মোট আনুমানিক ২০০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Related posts

আজ মধ্যরাত থেকে পুরো ভারত ২১ দিনের জন্য লকডাউন : প্রধানমন্ত্রী

E Zero Point

‘আমরা লড়াই করব, করোনাকে হজম করব’-করোনা সচেতনায় কলকাতার বাজারে নতুন মিষ্টি

E Zero Point

লকডাউনের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বে অশান্ত পুরসা

E Zero Point

মতামত দিন