01/10/2023 : 1:25 AM
অন্যান্য

লকডাউনে দুঃস্থ পরিবারের জন্য মেমারি থেকে ত্রাণ সামগ্রী গেল ব্যান্ডেলে

স্টাফ রিপোর্টার, মেমারিঃ লকডাউন পরিস্থিতিতে শ্রমজীবি মানুষদের পাশে সরকার যেমন দাঁড়াচ্ছে তেমনই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। মেমারি থেকে জয়দীপ একাদশ ও বিবেকানন্দ ইয়ংস কর্ণারের সহযোগিতায় ত্রাণ গেল ব্যান্ডেলের ৫০ টি পরিবারের জন্য। সেখানে শিবশক্তি সংঘের পরিচালনায় নিম্ন মধ্যবিত্তের মধ্যে চাল, আলু, ডাল, সোয়াবিন বিতরণ করা হয়। জয়দ্বীপ একাদশের পক্ষ থেকে জয়ন্ত সাহা জানান যে, আমাদের ইচ্ছা ছিল ব্যান্ডেলে গিয়ে এই ত্রাণকার্য করা কিন্তু সেটা লকডাউনের নিয়মে সম্ভব নয় বলে, গাড়ী করে পাঠিয়ে দেওয়া হয়েছে। মেমারি এলকাতেও বিবেকানন্দ ইয়ংস কর্ণারের সহযোগিতায় অসংখ্য মানুষের জন্য ত্রাণ সরবরাহ করা হচ্ছে।

Related posts

আগামী ১০ দিন আন্দামান ও নিকোবর প্রশাসনের সব পর্যটন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত

E Zero Point

করোনা সচেতনতায় মেমারির ক্ষুদে বিজ্ঞানী দিগন্তিকা | অ্যালকোহল যুক্ত হ্যান্ড সানিটাইজারের থেকে সাবান বেশি কার্যকরী

E Zero Point

গল্প – ফেরত | স্বাতী মুখার্জী

E Zero Point

মতামত দিন