স্টাফ রিপোর্টার, মেমারিঃ লকডাউন পরিস্থিতিতে শ্রমজীবি মানুষদের পাশে সরকার যেমন দাঁড়াচ্ছে তেমনই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। মেমারি থেকে জয়দীপ একাদশ ও বিবেকানন্দ ইয়ংস কর্ণারের সহযোগিতায় ত্রাণ গেল ব্যান্ডেলের ৫০ টি পরিবারের জন্য। সেখানে শিবশক্তি সংঘের পরিচালনায় নিম্ন মধ্যবিত্তের মধ্যে চাল, আলু, ডাল, সোয়াবিন বিতরণ করা হয়। জয়দ্বীপ একাদশের পক্ষ থেকে জয়ন্ত সাহা জানান যে, আমাদের ইচ্ছা ছিল ব্যান্ডেলে গিয়ে এই ত্রাণকার্য করা কিন্তু সেটা লকডাউনের নিয়মে সম্ভব নয় বলে, গাড়ী করে পাঠিয়ে দেওয়া হয়েছে। মেমারি এলকাতেও বিবেকানন্দ ইয়ংস কর্ণারের সহযোগিতায় অসংখ্য মানুষের জন্য ত্রাণ সরবরাহ করা হচ্ছে।
পূর্ববর্তী পোস্ট