বিশেষ কারণবশত অনলাইন রবীন্দ্র জয়ন্তী :~ লকডাউনে কবিপ্রণাম : পঞ্চম পর্ব সন্ধ্যা ৭টায় হওয়ার কথা থাকলেও করা সম্ভব হয় নি। হঠাৎ করে খবর আসে মেমারি শহরে একজন করোনা আক্রান্ত। তাই সেই সংবাদ নিয়ে ব্যস্ত ছিল আমাদের টিম। যাই হোক ভালো মন্দ নিয়ে পৃথিবী আমরা আবার ফিরে এলাম লকডাউনে কবিপ্রণামে।
বিপুল উৎসাহে অনলাইন রবীন্দ্র জয়ন্তী মানুষের মনে ধরেছে, এটাই আমাদের পরম পাওয়া। তাই আমরা ঠিক করেছি আগামী রবিবার পর্যন্ত আমরা অনলাইন রবীন্দ্র জয়ন্তী :~ লকডাউনে কবিপ্রণাম প্রোগ্রামটি চলবে। কিন্তু কাল থেকে কোন ভিডিও আর নেওয়া হবে না। অপেক্ষা করুন আমরা এরপর আরও আকর্ষনীয় কিছু অনুষ্ঠান নিয়ে আসতে চলেছি ই-জিরো পয়েন্ট-এ।
লকডাউনে কবিপ্রণাম: পঞ্চম পর্বটা সাজালাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হাত ধরে। শিশু-কিশোরাই আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বহন করবে। বাচ্চাদের হয়ত কিছু ভুল ত্রুটি থাকবে কিন্তু তাদের গৃহবন্দী অবস্থায় থেকেও রবীন্দ্রজয়ন্তী করা আগ্রহ দেখে আমাদের ছোটবেলার কথা মনে পরবেই।
হুগলীর বৈঁচিতে বাড়ী আনিষা আহামেদ সবথেকে ছোট্ট শিল্পী আসুন তার কবিতা দিয়ে শুরু করি-
পশ্চিমবঙ্গ থেকে দূরে কর্মসূত্রে সুরত-গুজরাতে থাকতে হলেও বাঙালি সংস্কৃতিকে ভুলতে দেয়নি কৌলিক ঘোষের পিতা-মাতা, সুরত সাহিত্য-সংস্কৃতি আ্ড্ডার সবথেকে খুদে সদস্যর মনে তার অনেক প্রশ্ন-
ছোট্ট শিল্প আয়ুষ মন্ডল জালপাড়া, গুসকরা নিবাসী, প্রকৃতির কোলে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে একটু নৃত্যও করলো-
বাংলা সাহিত্য সংস্কৃতিকে আগামী প্রজন্মের মধ্যে ধরে রাখার জন্য, সুরত শহরে সাহিত্য-সংস্কৃতি আড্ডা নামক সংস্থার মধ্যে দিয়ে নিজেদের সন্তানের মধ্যে যে বাংলার সংস্কৃতির বীজ বপন করা হয়েছে আফরীন আবৃত্তি আলীর তাদের মধ্যে অন্যতম-
মেমারি থানার কালসি গ্রামের ছেলে রৌণক ব্যানার্জী ও তার পিতা হেমন্ত ব্যানার্জী ঘরে বসেই পালন করলেন অনলাইনে রবীন্দ্র জয়ন্তী :~ লকডাউনে কবিপ্রণাম
শেষ হল জিরো পয়েন্ট সাহিত্য আড্ডা থেকে অনলাইনে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে লকডাউনে কবিপ্রণাম : পঞ্চম পর্ব। যারা প্রথম চারটি পর্ব সময়াভাবে দেখতে পান নি তাদের জন্য দুটি পর্বের লিঙ্ক দিলাম
http://অনলাইন রবীন্দ্র জয়ন্তী :~ লকডাউনে কবিপ্রণাম : প্রথম পর্ব (সকাল-৯টা)
অনলাইন রবীন্দ্র জয়ন্তী :~ লকডাউনে কবিপ্রণাম : দ্বিতীয় পর্ব (সকাল-১১টা)
অনলাইন রবীন্দ্র জয়ন্তী :~ লকডাউনে কবিপ্রণাম : তৃতীয় পর্ব (দুপুর-২ টা)
অনলাইন রবীন্দ্র জয়ন্তী :~ লকডাউনে কবিপ্রণাম : চতুর্থ পর্ব (বৈকাল ৫টা )
আগামী কাল আবার আসবো রবীন্দ্র ভাবনার ডালি নিয়ে–
সকলের ভিডিও দেখুন, শুনুন ও অবশ্যই শেয়ার ও কমেন্ট করুন।
ভালো থাকুন।
www.ezeropoint.net -এ
সংবাদ ও সাহিত্য-সংস্কৃতি বিষয় আপডেট পেতে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ
https://www.facebook.com/zeropointpublication
ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channel/UCdHD7Yg21V6Rm-HSc__NraA/
ভালো থাকুন, সচেতন থাকুন
-সম্পাদক, জিরো পয়েন্ট
9375434824