17/02/2025 : 3:47 AM
অন্যান্য

শ্রমিকদের ট্রেনে নিয়ে আসার অনুমতি দিল স্বরাষ্ট্রমন্ত্রক, রেলের সাথে পরিকল্পনা তৈরি করুক রাজ্য

বিশেষ সংবাদঃ পরিযায়ী শ্রমিক, শিক্ষা ও চিকিৎসার জন্য যারা বিভিন্ন রাজ্যে আটকে আছেন তাদের ফেরানোর ব্যপারে স্বরাষ্ট্র মন্ত্রক প্রথমে সড়কপথে বাসে আসার আনুমতি দিয়েছিল কিন্তু কিছু রাজ্য সড়কপথে বাসে আনা অনেক ঝুঁকিপূর্ণ বলে স্পেশাল ট্রেনের দাবী করেছিলেন। আজ এক নোটিফিকেশনে ট্রেনে নিয়ে আসার অনুমতি দিল স্বরাষ্ট্রমন্ত্রক এবং তার সাথে রাজ্যকে ঠিক করতে বললেন তার পরিকল্পনা কি হবে।


এবিষয়ে বিস্তারিত আপডেটের জন্য পরবর্তী সংবাদে লক্ষ্য রাখুন। অযথা বিভ্রান্তিতে পড়বেন না, সঠিক তথ্য জানার পরই সিদ্ধান্ত নিতে হবে এবিষয়ে।

Related posts

হর ঘর রক্তদাতা – প্রচারের লক্ষ্যে সাইকেলে ভারত যাত্রাঃ মেমারিতে সংবর্ধিত জয়দেব রাউত

E Zero Point

মিথ্যে প্রচার করছে ভারত, ভারতীয় সংবাদ মাধ্যমকে চিনের দোষারোপ

E Zero Point

মার্কিন নির্বাচনে, চীনের হস্তক্ষেপঃ ১৫০ অ্যাকাউন্ট বন্ধ করে দিল ফেসবুক

E Zero Point

মতামত দিন