07/05/2025 : 2:11 AM
অন্যান্য

শ্রমিকদের ট্রেনে নিয়ে আসার অনুমতি দিল স্বরাষ্ট্রমন্ত্রক, রেলের সাথে পরিকল্পনা তৈরি করুক রাজ্য

বিশেষ সংবাদঃ পরিযায়ী শ্রমিক, শিক্ষা ও চিকিৎসার জন্য যারা বিভিন্ন রাজ্যে আটকে আছেন তাদের ফেরানোর ব্যপারে স্বরাষ্ট্র মন্ত্রক প্রথমে সড়কপথে বাসে আসার আনুমতি দিয়েছিল কিন্তু কিছু রাজ্য সড়কপথে বাসে আনা অনেক ঝুঁকিপূর্ণ বলে স্পেশাল ট্রেনের দাবী করেছিলেন। আজ এক নোটিফিকেশনে ট্রেনে নিয়ে আসার অনুমতি দিল স্বরাষ্ট্রমন্ত্রক এবং তার সাথে রাজ্যকে ঠিক করতে বললেন তার পরিকল্পনা কি হবে।


এবিষয়ে বিস্তারিত আপডেটের জন্য পরবর্তী সংবাদে লক্ষ্য রাখুন। অযথা বিভ্রান্তিতে পড়বেন না, সঠিক তথ্য জানার পরই সিদ্ধান্ত নিতে হবে এবিষয়ে।

Related posts

গর্ভধারিনী – থিমে নিজস্বতা বজায় রাখলো নুদীপুর

E Zero Point

মঙ্গলকোটের জাল পাড়ায় লকডাউনে অব্যাহত সুকুমার মায়ার অন্নকূট

E Zero Point

অন্য রাজ্য পরিযায়ী শ্রমিকদের ট্রেনে ফেরাতে পারলে পশ্চিমবঙ্গ পারছে না কেন, প্রশ্ন অধীরের

E Zero Point

মতামত দিন