07/10/2024 : 7:16 PM
অন্যান্য

অন্নদাত্রী পোর্টালের মাধ্যমে আজ থেকে রাজ্যে সহায়ক মূল্যে ধান কেনা শুরু

বিশেষ সংবাদদাতা, বর্ধমানঃ আজ থেকে রাজ্যে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হচ্ছে। লকডাউনের দরুণ যেসব কৃষক আউস ও আমন ধান বিক্রি করতে পারেন নি, তাদের কাছ থেকে সেই ধান এবং বোরো ধান কেনা হবে। এ’বছর ২০ লক্ষ মেট্রিক টন ধান কেনা হবে ব’লে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন।
গতকাল পূর্ব বর্ধমানে জেলাশাসকের দপ্তরে এ’ব্যাপারে এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান, অন্নদাত্রী পোর্টালের মাধ্যমে গ্রামে গিয়ে কৃষকদের কাছ থেকে সরাসরি তার দপ্তরের কর্মীরা ধান কিনবেন। ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে ধান কেনার টাকা জমা পড়বে কৃষকদের অ্যাকাউন্টে। আজ থেকে সারা রাজ্যে রেশনে বিনামূল্যে ৫’কেজি করে চাল দেওয়া শুরু হবে বলেও খাদ্যমন্ত্রী জানান। তবে, প্রত্যেকটি দোকানে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। অশান্তি এড়াতে সিভিক ভলেন্টিয়ার রাখার সিদ্ধান্ত হয়েছে।
বিনামূল্যে ডাল দেবার কথা ঘোষণা করেও প্রধানমন্ত্রী তা দিতে ব্যর্থ হয়েছেন বলে শ্রী মল্লিক অভিযোগ করেন।
তিনি বলেন, পূর্ব বর্ধমান জেলায় রাইস মিলের কাছে লেভি বাবদ ৩৬ হাজার মেট্রিকটন চাল বকেয়া রয়েছে।

Related posts

বীরভূমে বহুরূপী সম্প্রদায়ের করোনা সচেতনতা অভিযান

E Zero Point

লকডাউনের মধ্যে স্ত্রীকে খুন করার চেষ্ঠা করল স্বামী

E Zero Point

গুসকরা বিষাণ অ্যাথ্লেটিক ক্লাবের পক্ষ থেকে অন্নসামগ্রী দান

E Zero Point

মতামত দিন