12/02/2025 : 10:09 PM
অন্যান্য

মেমারি-১ ব্লক স্টাফ রিক্রিয়েশন ক্লাবের ৫০ হাজার টাকা দান মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে

নূর আহমেদ, মেমারিঃ ১৯৫৬ সালে স্থাপিত মেমারি-১ ব্লক স্টাফ রিক্রিয়েশন ক্লাব এবছর ৭৫ বর্ষে পা দিল। কিন্তু বর্তমানে করোনা নিয়ে সারা দেশ জুড়ে যে ভয়াবহ পরিস্থিতি হয়েছে তাতে ক্লাব তার সমস্ত কর্মসূচী স্থগিত রেখেছে। এমনকি প্রতিবছর ক্লাবের সদস্যদের যে গিফট দেওয়া হয় তাও কেউ নিতে রাজি হয়নি। প্রত্যেকে সিদ্ধান্ত নেয় আমরা ক্লাবের পক্ষথেকে কিছু অর্থ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দেব। তাই সম্প্রতি ক্লাবের পক্ষথেকে ৫০ হাজার টাকা পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হলো। ক্লাবের সম্পাদক শুভেন্দু সাঁই, বরিষ্ট সদস্য বিকাশ ঘোষ, সাধন দে এই চেক তুলে দেন। চেক গ্রহণ করেন অতিরিক্ত জেলাশাসক (সাধারন) অরিন্দম নিয়োগী এবং অতিরিক্ত জেলাশাসক ( উন্নয়ন) রজত নন্দা।

Related posts

মেমারি পৌরসভার ১৩ নং ওয়ার্ডে খাদ্রসামগ্রী প্রদান

E Zero Point

৫ এপ্রিল রাত ৯ টায় ঘরের সব আলো বন্ধ করে মোমবাতি-প্রদীপ জ্বালানোর অনুরোধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

E Zero Point

কাল বিকাল থেকে ৪ দিনের জন্য কলকাতা সহ বিভিন্ন জেলা শহরে লকডাউন

E Zero Point

মতামত দিন