04/12/2023 : 10:41 AM
অন্যান্য

‘বাংলার গর্ব মমতা’য় নির্ধারিত রাজ্যে ১২টি করোনার মাইক্রোস্পট কেন্দ্র

সংবাদ সংস্থাঃ করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সর্বাত্মক চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই দ্বিতীয় দফায় লকডাউন বর্ধিত করেছেন। এবং করোনা সংক্রমণে রাজ্যের মাইক্রোস্পটগুলিও চিহ্নিত করে দিলেন তিনি। ‘বাংলার গর্ব মমতা’র টুইটার হ্যান্ডেলে তা পোস্ট করে জানিয়েও দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। করোনার বিরুদ্ধে লড়াই চালাতে তিনি লকডাউন মানতে পরামর্শ দিচ্ছেন, আবার জীবন-জীবিকার জন্য সামাজিক দূরত্বকে মান্যতা দিয়ে ছাড়ও দিচ্ছেন। এই পরিপ্রেক্ষিতেই তৃণমূলের তরফে রাজ্যের কোভিড-১৯ মাইক্রোস্পটগুলি প্রকাশ করা হল।

এদিন এই টুইটে প্রকাশ্যে এসেছে রাজ্যের যে ১২টি্ মাইক্রোস্পট, সেগুলি হল- আলিপুর, তেহট্ট, এগরা, শিবপুর, পণ্ডিতিয়া রোড, নয়াবাদ, কালিম্পং, সালকিয়া, হলদিয়া, দমদম, সল্টলেক ও মহেশতলা। ডাটা অ্যানালিসিস সেলের দ্বারা এই স্পটগুলি চিহ্নিত করা হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের পক্ষ থেকে এই পোস্ট করে সাবধান করা হয়েছে মানুষজনকে। ওই জায়গাগুলিতে আরও কঠোর হয়েছে প্রশাসন। অতিরিক্ত পুলিশ নামিয়ে রাজ্য সরকার এলাকা নিয়ন্ত্রণে রাখছে। আবার ব্যবহার করা হচ্ছে ড্রোনও।

একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টুইট পোস্টের মাধ্যমে বার্তা দিলেন- সতর্ক থাকুন, সাবধান থাকুন। প্রশাসন আপনার পাশে আছে, প্রশাসনের সাথে সহযোগিতা করুন। তাহলেই করোনা দূর হবে। করোনার বিরুদ্ধে যুদ্ধে জিতব আমরা।

Related posts

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী দিল্লিতে নবম এবং দশম শ্রেণীর জন্য বিকল্প পাঠক্রমের ক্যালেন্ডার প্রকাশ করেছেন

E Zero Point

১,০০০ কোটি টাকা পরিযায়ী শ্রমিকদের কল্যাণের জন্য বরাদ্দ

E Zero Point

আজ রাত ৮ টায় জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর

E Zero Point

মতামত দিন