14/01/2025 : 11:32 PM
অন্যান্য

বাংলাজুড়ে ‘লকডাউন’ ঘোষণা নবান্নের, সোমবার থেকে কার্যকর…বিজ্ঞপ্তি কিছুক্ষণের মধ্যেই…

কেন্দ্রের সুপারিশ মেনে রাজ্যের সমস্ত পুর এলাকা লকডাউন করার বিষয়েও নবান্ন চিন্তাভাবনা শুরু করে৷ পরে জরুরি ভিত্তিতে আগামীকাল বিকাল থেকে লাকডাউন বিধি কার্যকর হচ্ছে৷ সরকারি ভাবে লকডাউনের ঘোষণা করা হয়েছে নবান্ন থেকে৷ লকডাউন ঘোষণা করা হলেও অত্যাবশ্যকীয় পণ্য যেমন ওষুধের দোকান, মুদিখানা দোকান-সহ জরুরি পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে৷ এই আওতায় জরুরি পরিষেবা অন্তর্ভুক্ত হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷ বন্ধ থাকবে গণপরিবহণ ব্যবস্থা৷ সরকারি ভাবে ঘোষণা হলে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরানো উচিত সচেতন নাগরিকদের৷

করোনা সংক্রমণ রুখতে এবার কলকাতায় লকডাউন করার কেন্দ্রের সুপারিশে অনুমোদন দিল রাজ্য সরকার৷ গোটা দেশজুড়ে করোনা আক্রান্ত কমপক্ষে ৭৫ জেলায় লকডাউন রাখার প্রস্তাব কেন্দ্রের তরফে৷ কেন্দ্রের সেই সুপারিশ অনুযায়ী আগামীকাল বিকাল থেকে গোটা বাংলার কলকাতা-সহ সমস্ত পুর-এলাকায় লকডাইন ঘোষণা করা হয়েছে৷ জারি হতে চলেছে বিজ্ঞপ্তি৷ ৩১ মার্চ পর্যন্ত এই নির্দেশ কার্যকর হবে৷ এই পরিস্থিতি বাড়িতে সুরক্ষিত থাকুন৷ গুজবে কান দেবেন না৷ সতর্ক থাকুন৷

Related posts

দেশের মধ্যে মৃত্যুহার সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গেঃ কেন্দ্রীয় রিপোর্ট

E Zero Point

মেমারি পৌরসভা থেকে ৪০৭ জনকে জি.আর. চাল বিতরণ

E Zero Point

মেমারি ১ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে স্বাস্থ্যকেন্দ্রে অভিযান

E Zero Point