24/09/2023 : 8:28 PM
অন্যান্য

মেমারির দুই অসাধু ব্যবসায়ীর জেল হল

নূর আহমেদ, মেমারিঃ সাবধান! করোনা রুখতে যেমন ঘরে থাকবেন তেমনই করোনার লাভ নেবেন না। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কালোবাজারী করবেন না। মেমারি প্রশাসন নজরে রাখছেন প্রতিটি ব্যবসায়ীর প্রতি। জনগণও সজাগ থাকুন।

গতকাল মেমারি থেকে গ্রেপ্তার হওয়া চাল ব্যবসায়ী ধনঞ্জয় ঘোষ ও পোষাক ব্যবসায়ী সুখময় ঘোষ করোনার লাভ ওঠাতে কালোবাজারী করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন। বর্ধমান আদালতের নির্দেশে দুই ধৃতকে আগামী ৬ এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

প্রসঙ্গত উল্লেখ্য গত ২৪ মার্চ মেমারি স্টেশনবাজার স্থিত ধনঞ্জয় ঘোষের দোকান থেকে ৫৯০ বস্তা চাল  এবং মেমারি নতুন বাসস্ট্যান্ড স্থিত সুখময় ঘোষ নামক  ব্যবসায়ীর একটি পোষাকের দোকান থেকে ৩০০ পিস মাস্ক উদ্ধার করে মেমারি পুলিশ।

Related posts

অনলাইন রবীন্দ্র জয়ন্তী :~ লকডাউনে কবিপ্রণাম: অন্তিম পর্ব

E Zero Point

অসহায় মানুষের পাশে ফেডারেল ব্যাঙ্ক

E Zero Point

মেমারির পর দুর্গাপুরে করোনা পজিটিভ : আক্রান্ত হলেন এক বৃদ্ধ

E Zero Point