জিরো পয়েন্ট নিউজ – বিশেষ সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ :
মীমাংসার নাম করে সালিশি সভায় নিয়ে গিয়ে একজন গাড়ি চালককে পেটালো একজন সিভিক। এইরকম একটি চরম দাদাগিরির অভিযোগ উঠেছে পূর্বস্থলী থানায় কর্মরত সিভিক সাইফুল মন্ডল ওরফে কালোর বিরুদ্ধে। পূর্বস্থলী থানার বারোরপাড়া গ্রামের গাড়ি চালক ইন্তাজুল শেখ পূর্বস্থলী থানা সহ কালনা মহকুমা পুলিশ অফিসার, এডিশনাল এসপি (গ্রামীণ) এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারকে লিখিত অভিযোগ জানিয়েছেন।
অভিযোগ জানানোর পর সাত দিন কেটে গেলেও পুলিশ প্রশাসন কোন পদক্ষেপ করেনি বলে অভিযোগ। উপরন্তু অভিযোগকারী ইন্তাজুল শেখের বাবাকে স্থানীয় শাসক দলের পার্টি অফিসে নিয়ে গিয়ে শাসানো হয়েছে বলে অভিযোগ। বলা হয়েছে আপনার ছেলে থানায় যে অভিযোগ করেছে তা তুলে না নিলে বিরাট ক্ষতি হয়ে যাবে আপনার। গাঁজা কেস দিয়ে কয়েক বছরের জন্য জেলবন্দী হতে হবে ইন্তাজুল শেখকে। এই ব্যাপারে পূর্বস্থলী থানার এক আধিকারিক জানান– আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি।
তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অ্যাডিশনাল এসপি (গ্রামীণ) কাটোয়া রাহুল পান্ডেকে জানানো হলে– তিনি বলেন আমার কাছে এ ব্যাপারে কি কোন অভিযোগ জানানো হয়েছে ? উনার দপ্তরের অভিযোগ পত্রের রিসিভ কপি এবং সিভিকের দাদাগিরির ভিডিও উনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয়। পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জিকে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে অভিযোগকারীর বাবাকে থ্রেট করার কথা জানানো হয়। তিনি বলেন– আমি খোঁজ নিয়ে দেখছি।