অশোক মুখোপাধ্যায়
আমায় তুমি প্রশ্ন করলে “কেমন লাগে বিশ্ব”?
আমি বললাম আমার বিশ্বে নই তো আমি নিঃস্ব ।
তুমি বললে “আর এক কথা জানতে আমি চাই গো
তোমার বিশ্বে কতখানি তোমায় আমি পাই গো” ?
আমি বললাম জীবন যেমন চলছে পৃথিবীতে
তারই মধ্যে কাটছে সময় আমায়-তোমায় দিতে ।
আবার তুমি প্রশ্ন করলে “লড়াই কাকে বলে
মানুষ এখন তেমন করে কোথায় বলো জ্বলে”!
আমি বললাম মুচকি হেসে প্রশ্ন কেমন করো
যারা মানুষ তাদের মতো নিজেকে রোজ গড়ো ।
দেখবে লড়াই জাগছে মনে হাতও হবে মুঠো
লড়াই যেমন রক্তধারায় তেমন করেই ছুটো ।
“আর একখানা প্রশ্ন করি উত্তর দাও সিধে
প্রেমের মধ্যে মানুষ কেন যায় গো অমন বিঁধে?
মনের সাথে আনাগোনায় জীবনধারা গড়ে
বলতে পারবে এখন কজন চোখের ভাষা পড়ে” !
মানুষ বলেই প্রেম বোঝে সে বোঝে প্রেমের গতি
বিশ্ব প্রেমিক হওয়ার ঝোঁকেই গরজ প্রেমের প্রতি ।
চোখের ভাষায় লেখা থাকে জীবন জয়ের ঝোঁক
তুমি আমি আমরা সবাই সেই ভাষারই লোক ।♦