18/09/2024 : 9:03 PM
অন্যান্য

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-৭

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-৭

আমরা আজ থেকে প্রতিদিন সকাল ১০টায় পোষ্ট করব “কুইজের খোঁজ খবর” ও ” কুইজ প্রতিযোগিতা”। প্রতিদিন কিছু বিষয়ে কুইজের খোঁজ খবর দেবো আমরা ও তার সাথে থাকবে একটি প্রশ্ন। যার উত্তর আমাদের ওয়াটসঅ্যাপ 7797331771  নাম্বারে  পাঠাতে হবে। আপনার উত্তর রাত ৮টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে

নিয়মাবলীঃ


১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিনের প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ৮টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে


ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি
ওয়াটসঅ্যাপ 7797331771


কুইজ প্রতিযোগিতা-৬- উত্তর

প্রশ্নঃ পদ্মানদীর মাঝি উপন্যাস অবলম্বনে ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের জন্য পরিচালক জাতীয় পুরস্কার পান। পরিচালকের নাম কি?
উত্তরঃ -গৌতম ঘোষ

সঠিক উত্তরদাতা

ডঃ সায়ন ভট্টাচার্য , কলকাতা সোনালী সেন কাবাসি, রসুলপুর, বৈদ্যডাঙাসুব্রত মজুমদার, বড়শুল, পূর্ব বর্ধমানসৈকত মন্ডল, রসুলপুর, পূর্ব বর্ধমানগোপা মিত্র সিংহ, মেমারি, বর্ধমানপূর্ণিমা দাস, রসুলপুর, পূ্র্ব বর্ধমানসামিম হোসেন খান, মন্তেশ্বর, পূর্ব বর্ধমানফজলুর রহমান, সালার,  মুর্শিদাবাদপৌলমী রায়, নিউ দিল্লীঅপর্ণা সূত্রধর, মুর্শিদাবাদসকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা

সকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। পেজটি আপনার টাইমলাইনে শেয়ার করুন ও আমাদের ফেসবুক পেজ Zero Point- জিরো পয়েন্ট লাইক করুন।


কুইজের খোঁজ খবর-৭

আজ বিশ্ব মৌমাছি দিবস। আমাদের এই সবুজ পৃথিবীর বাস্তুতন্ত্র রক্ষায় সবথেকে বড় ভূমিকা পালন করে যেসব পরাগসংযোগকারী প্রাণীরা তাদের মধ্যে মৌমাছি একটি অতি গুরুত্বপূর্ণ প্রজাতি। এই প্রসঙ্গে আলবার্ট আইনস্টাইনের একটি উদ্ধৃতি বহুল প্রচলিত- “If the bee disappeared of the face of the earth, man would only have four years left to live.” প্রকৃতপক্ষে এটি আইনস্টাইনের বক্তব্য কিনা সে বিষয়ে দ্বিমত আছে, তবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে মৌমাছির মত পলিনেটরগুলো মানবজাতির উন্নয়ন রথের চাকায় পিষে বিলুপ্ত হয়ে গেলে এই সভ্যতাও বেশিদিন স্থায়ী হবে না। এই বিষয়ে সচেতনতা তৈরীর জন্যই UN-এর পক্ষ থেকে World Bee Day পালনের উদ্যোগ নেওয়া হয়।

আজকের বিষয়ঃ মৌমাছি ও বিশ্ব মৌমাছি দিবস

১। কার জন্মদিন উপলক্ষে আজকের দিনে বিশ্ব মৌমাছি দিবস পালন করা হয়?
– আন্তন জানসা ( Anton Jansa) – আধুনিক মৌমাছি প্রতিপালন পদ্ধতির অগ্রদূত।

২। মৌমাছি প্রতিপালনের ইংরাজি পরিভাষা কি?
– এপিকালচার (apiculture)

৩। কত সাল থেকে World Bee Day পালন করা হচ্ছে?
– ২০১৮

৪। এই বছরে World Bee Day-র থিম কি?
– Bee engaged

৫। মৌমাছির কয়টি চোখ?
– ৫টি

৬। মধুতে কি ধরনের মিষ্টি উপাদান থাকে ?
– ফ্রুকটোজ (৪৫%), গ্লুকোজ (৩২-৩৭%) ও সুক্রোজ (১-২%)

৭। একটি মৌমাছি তার সারাজীবনে কতটা ঙধু সঞ্চয় করতে পারে?
– একটি চা চামচের বারো ভাগের এক ভাগ

৮। মৌমাছিরা চাকে মধু সংগ্রহ করে কেন?
– শীতকালের খাবার সংগ্রহ করে রাখার জন্য

৯। মৌমাছিরা একে অপরের সাথে বার্তা বিনিময় করে কিভাবে?
– নৃত্যের মাধ্যমে

১০। মৌমাছির বার্তা বিনিময়ের পদ্ধতি নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান কোন বিজ্ঞানী?
– কার্ল ভন ফ্রিস্ক (Karl Von Frisch) ১৯৭৩ সালে

 

কুইজ প্রতিযোগিতা-৭


পাঠকের জন্য প্রশ্নঃ

ভারতীয় মৌমাছির বিজ্ঞানসম্মত নাম কি?


সঞ্চালকঃ অপূর্ব কুমার সু


 

Related posts

মেমারিতে কি লকডাউন উঠে গেল ??? বিধায়িকার আবেদন “মেমারিকে অসুস্থ করবেন না…”

E Zero Point

পবিত্র রমজান মাসে নামাজ এবং ইফতারের আয়োজন সামাজিক দূরত্ব বজায় রেখে করুনঃ কেন্দ্রীয় মন্ত্রী, মুক্তার আব্বাস নাকভি

E Zero Point

অন্ধ্রপ্রদেশ সরকারের ভাইজাগ গ্যাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ

E Zero Point

মতামত দিন