17/01/2025 : 11:05 AM
অন্যান্য

লকডাউনে বর্ধমানের চাঁদসোনা এলাকায় বসলো “বিনা পয়সার হাট”

স্টাফ রিপোর্টার, বর্ধমানঃ সমাজের প্রতি দায়বদ্ধতার কারণে মানুষ বিভিন্ন সময়ে তার উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে সমাজসেবায় ব্রত হয়। পাল্লারোড পল্লী মঙ্গল সমিতি – এমন এক সংস্থা যেখান থেকে জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান সেবা কর্মের নতুন নতুন পন্থা খুঁজে পেয়ে যান। সেরকমই লকডাউনের পরিস্থিতিতে মানুষের সুবিধার্থে তারা শুরু করল “বিনা পয়সার হাট”।

সরকারী উদ্যোগে চাল পাচ্ছে সকলেই প্রায়, কিন্তু তার সাথে সাথে নিত্য প্রয়োজনীয় ডাল তেল সব্জী ইত্যাদি জিনিষের ক্রয় ক্ষমতা হারিয়েছে সাধারণ মানুষ, কাজ হারিয়ে ঘরে বসে তাই সাধ কে বেধে রেখে সাধ্য মতন খেয়েই পেট ভরাচ্ছে অনেক নিম্নবিত্তই ! অনেক সংগঠন চাল ডাল তেলের পসরা নিয়ে সাহায্যের হাত বাড়ালেও নানারকম সব্জী সহকারে অনান্য খাদ্য সামগ্রী বিতরণ হাটের আকারে সাজিয়ে মানুষের প্রয়োজন মতন তা তুলে দেওয়া হল বর্ধমানের চাঁদসোনা এলাকায়, খাদ্য সামগ্রী প্যাকেটে ভরে আমাদের ইচ্ছা মতন মানুষ কে প্রদান নয় বরং মানুষের পছন্দ মতন খাদ্য সামগ্রী বেছে নেওয়ার সুযোগ দিল পল্লিমঙ্গল, এদিন প্রায় আনুমানিক ২০০ পরিবার তাদের পছন্দ মতন খাবার নিয়ে গেলেন এই ” বিনা পয়সার হাট ” থেকে , সমস্ত রকম নিয়ম কানুন মেনে সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে এই হাটে মানুষ জন অংশ নেয় আজ , বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন এই বিনা পয়সার হাটে।

 

Related posts

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-৮

E Zero Point

পূর্ব বর্ধমানের জেলা শাসকের নির্দেশ ছাড়া কোন খাদান থেকে বালি তোলা যাবে না

E Zero Point

বর্ধমানের ৩ করোনা জয়ীদের স্বাস্থ্যকর্মীরা উপহার দিলেন

E Zero Point

মতামত দিন