স্টাফ রিপোর্টার, পাল্লারোডঃ লকাউন পরিস্থিতিতে ভেঙ্গে যাওয়া অর্থনীতির ফলে দিনমজুরের ঘরের চুলোয় আগুব জ্বলছেনা রোজ, কিন্তু পেটেতে ক্ষুধার আগুন রোজ জ্বলছে। আর সেই আগুন নিয়ে দুমুঠো অন্নের জন্য অসুরক্ষিত ভাবে কাজেও যেতে হচ্ছে। সরকার চুপ করে বসে নেই ঠিকই কিন্তু তা পর্যাপ্ত নয়, তাই এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। আজ পল্লিমঙ্গল সমিতির উদ্যোগে পূর্ব বর্ধমানের মেমারির রায়কো ইঁট ভাটায় শ্রমিকদের মধ্যে বিলি করা হল মাস্ক, স্যানিটাইজার ও আলু। আনুমানিক ৩২০জন দিনমজুর শ্রমিকের পাশে পল্লিমঙ্গল সমিতির সম্পাদক সন্দীপন সরকার সহ সমস্ত সদস্যরা।
পূর্ববর্তী পোস্ট