17/01/2025 : 11:09 AM
অন্যান্য

আমফানঃ গুসকরার জালপাড়ায় গ্রাম্য যুবকদের উদ্যোগে বিদ্যুৎ সংযোগ

পরাগ জ্যোতি ঘোষ, মঙ্গলকোটঃ আমফানের আগমনের বার্তা যখন আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে ঠিক তখনই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মঙ্গলকোটের জালপাড়া গ্রামে। আজ সকালে একটি তার ছিঁড়ে পড়ে রাস্তার উপর ।সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় জালপাড়া গ্রামে। গ্রাম্য যুবকেরা বিদ্যুৎ দপ্তরে টেলিফোন করে যোগাযোগ করেন কিন্তু তারা বলেন তারা মেন লাইনের কাজে এতোখানি ব্যস্ত এই মুহূর্তে সেখানে যাওয়া সম্ভব নয়। তখন স্থানীয় যুবকরা উদ্যোগে নিজেরাই বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা নেয়। তাদের মধ্যে আশুতোষ পাল ও সাহেব ঘোষের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। কারণ এমন দুর্যোগে বিদ্যুৎ খুঁটিতে উঠে তার সংযোগ করা যে কতখানি কঠিন তা যারা করেন তারাই জানেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছেন সকলকে মোবাইল রিচার্জ ঠিকঠাক করে রাখার জন্য ,পাম্পে জল ভরে রাখার জন্য । কারণ আমফান কতখানি ক্ষতি করতে পারে এলাকার সে নিয়ে সকলেই দিশাহারা। তাই এই বিপর্যয়ের মোকাবিলা করতে যা যা করা দরকার সেগুলি তিনি করতে মানুষকে অনুরোধ করেছেন ।কিন্তু সাত সকালে তার ছিড়ে বিদ্যুৎ বিপর্যয়ে জালপাড়া গ্রামের মানুষরা দিশাহারা হয়ে পড়েছিলেন। সকলেই ঠিকঠাক পানীয় জলের ব্যবস্থা উঠতে পারেননি, কারো কারো মোবাইল ঠিকঠাক চার্জ দেওয়া হয়নি ।সে ক্ষেত্রে গ্রাম্য যুবকদের এহেন উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন।

Related posts

শোভনকে একঘরে করতেই তুঘলকি সিদ্ধান্ত!

E Zero Point

আমাদপুরের বিজরায় খাদ্য সামগ্রী প্রদান

E Zero Point

শিক্ষকসংগঠনের পক্ষ থেকে ইফতার সামগ্রী প্রদান

E Zero Point

মতামত দিন