25/03/2025 : 2:13 PM
অন্যান্য

আমফানের জন্য দমকা হাওয়ার সঙ্গে শুরু বৃষ্টি, মেমারি শহরের রাস্তা ফাঁকা

নূর আহামেদ, মেমারিঃ উদ্বেগ ক্রমশ বাড়ছে। বাংলার একেবারেই দোরগোড়ায় আমফান।  সকাল ১১টার বুলেটিন অনুযায়ী, কলকাতার গা ঘেঁষে বেরোবে আমফান। বুধবার বিকালে ১২০-১৩০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

আমফানের জেড়ে দমকা হাওয়া বইতে শুরু করেছে জেলা তথা মেমারি শহরেও । সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি সঙ্গে পাল্লা দিয়ে দমকা হাওয়া। ঝিরিঝিরি হালকা বৃষ্টির সাথে ভারি বর্ষণ হচ্ছে মাঝে মাঝে।

জেলা প্রশাসন জানিয়েছে, বৃষ্টির প্রভাব অনেকটাই বাড়বে। সেই সঙ্গে ষাট কিলোমিটার বেগে ঝড়েরও আশংকা থাকছে। তাই বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।  ঝড়ে গাছ উপড়ে রাস্তা আটকে যেতে পারে। পরিস্থিতি সামাল দিতে বিপর্যয় মোকাবিলা দফতর প্রস্তুত রয়েছে। বিদ্যুত বিপর্যয় সামাল দিতে বিদ্যুত কর্মীদেরও প্রস্তুত থাকতে বলা হয়েছে।

মেমারি শহরেও লকডাউনের শিথিলতার পর যে ভাবে রাস্তা ঘাটে জনসমাগম দেখা গিয়েছিল আজ আমফানের প্রভাবে সকলেই গৃহবন্দী। এখনও পর্যন্ত কোন দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। শুধু মাত্র সুলতানপুরে জি. টি. রোডের ধারে একটা গাছের ডাল বিদ্যুতের লাইনে পড়ে গেছে এবং মেমারি পৌরসভার নিকট ট্রান্সফর্মার বিকল হয়েছে। খুব শীঘ্রই তা ঠিক হয়ে যাবে বলে বিদ্যুত দপ্তর থেকে জানা গেছে।

 

কিছু টেকনিক্যাল কারণে নিউজের প্রথম ছবি অন্য দেখাচ্ছে, খুব শীঘ্রই তা ঠিক হয়ে যাবে। আমরা দুঃখিত।

Related posts

জিরো পয়েন্ট লিটল ম্যাগাজিন

E Zero Point

লহমার অনুরণন -নীল অর্কিড

E Zero Point

পূর্ব বর্ধমানের পালসিটে হাইরোডে বাস অ্যাক্সিডেন্ট

E Zero Point

মতামত দিন