19/03/2024 : 11:11 AM
অন্যান্য

মার্কিন নির্বাচনে, চীনের হস্তক্ষেপঃ ১৫০ অ্যাকাউন্ট বন্ধ করে দিল ফেসবুক

রাজনৈতিক আলোচনায় হস্তক্ষেপের কাজে ব্যবহৃত চীন সংশ্লিষ্ট ১৫০টিরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক।

বিবিসি জানায়, চীনা নেটওয়ার্ক দ্বারা পরিচালিত অ্যাকাউন্টগুলো ‘ফেইক’ বলে শনাক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যমটি।

অ্যাকাউন্টগুলো চীনা স্বার্থ রক্ষা করে আসছিল। এর মধ্যে আসন্ন মার্কিন নির্বাচন নিয়ে কিছু পোস্টও করা হয়েছে সেগুলো থেকে।

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক প্ল্যাটফর্মটি জানায়, চীনা নেটওয়ার্কটিতে এক লাখ ৩০ হাজার ফলোয়ার আছে। যদিও তার খুব কমসংখ্যকই যুক্তরাষ্ট্রের।

২০১৬ সালে অ্যাকাউন্টগুলো খোলা হয়। ফিলিপাইন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনা স্বার্থে অধিকাংশ পোস্ট দেয়া হয় সেগুলোতে।

ফেসবুকের গবেষণা বিভাগ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এসব অ্যাকাউন্ট ‘ফেইক’ বলে চিহ্নিত করে।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো চীনা ‘ফেইক’ অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিল ফেসবুক।

Related posts

আমফানঃ গলসীর পুরসা গ্রামে ক্ষেতমজুরের কাঁচাবাড়ির ক্ষতিগ্রস্ত

E Zero Point

জিরো পয়েন্ট পাবলিকেশনের ৬টি বই প্রকাশ

E Zero Point

পল্লীমঙ্গল সমিতির পক্ষ থেকে থার্মাল স্ক্রিনিং করা হলো পাল্লারোডে

E Zero Point

মতামত দিন