26/04/2024 : 11:46 PM
অন্যান্য

মোদী অন টিভিঃ লাইভ ~ কিছুই অসম্ভব নয়, কিছুই কঠিন নয়, করোনাকে আমরা হারাবো

  • একটা ভাইরাস সারা বিশ্বকে টালমাটাল করে দিয়েছে

  • আমাদের আত্মনির্ভরশীল হতে হবে
  • ১৮ তারিখের আগে সব জানিয়ে দেওয়া হবে
  • লকডাউন 4 নতুন রুপে শুরু হবে
  • প্রধানমন্ত্রী মোদী ২০ লক্ষ কোটি টাকার অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছেন
  •  পঞ্চম: বাজার বা চাহিদা, আমাদের দেশে রয়েছে বিরাট বাজার, চাহিদা বাড়াতে যোগানও বাড়াতে হবে
  • চতুর্থ: জনসংখ্যা, আমাদের বিরাট সংখ্যক জনসংখ্যা আমাদের সম্পদ
  • তৃতীয়: সিস্টেম
  • দ্বিতীয়: পরিকাঠামো
  • প্রথম: অর্থনীতি, যা একটা সুদৃঢ় ভিতের উপর দাঁড়িয়ে থাকবে
  • এই আত্মনির্ভরতা পাঁচটি স্তম্ভের উপর খাড়া হয়ে দাঁড়িয়ে থাকবে
  • আমরা ভারতকে স্বনির্ভর করে তুলব
  • কিন্তু পরবর্তীকালে দেখেছি আমরা, কী ভাবে উঠে দাঁড়িয়েছে কচ্ছ
  • সেই সময় কেউ ভাবেনি যে এই কচ্ছ আবার ঘুরে দাঁড়াবে
  • কচ্ছের ভূমিকম্প দেখেছি আমি, চার দিকে শুধুই ধ্বংস আর ধ্বংস
  • আমরা এটা করতে পারি এবং অবশ্যই করব
  • আমাদের কাছে সেরা প্রতিভা রয়েছে, আমাদের গুণমান আরও উন্নত করব, যোগান আরও বাড়াব
  •  এর জবাব হচ্ছে, ১৩০ কোটি ভারতবাসীর আত্মনির্ভরতা
  •  কিন্তু প্রশ্ন হচ্ছে কী ভাবে?
  •  সারা বিশ্বে এই বিশ্বাস তৈরি হয়েছে যে, ভারত বিশ্ববাসীর জন্য অনেক কিছু করতে পারে
  •  ভারতের ওষুধ বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছে, তার জন্য ভারতীয়দের প্রশংসাও হচ্ছে
  •  টিবি হোক বা পোলিও হোক, ভারতের প্রকল্পের প্রভাব সারা বিশ্বে পড়বেই
  •  এই ভারতে আত্মনির্ভর হয়, এক সুখী ও সমৃদ্ধ বিশ্বের ছবি উঠে আসে
  • • এটা সম্ভব হয়েছে ভারতের প্রতিজ্ঞার জোরে
  • • সেই ভারতই আজ প্রতিদিন ২ লক্ষ পিপিই এবং ২ লক্ষ মাস্ক তৈরি করছে
  • • একটাও এন-৯৫ মাস্ক ছিল না
  • • যখন ভারতে করোনাভাইরাস পাওয়া গিয়েছিল, তখনও একটাও পিপিই কিট ছিল না
  • • একটা উদাহরণ দিচ্ছি
  • •  এই সময় ভারতের জন্য একটা সংবাদ, একটা সুযোগ নিয়ে আসছে
  • • রাষ্ট্র হিসেবে আমরা এক বিরাট সঙ্কটের মুখে দাঁড়িয়ে
  • • এই ভাইরাস থেকে এগনোর একটাই উপায়, আত্মনির্ভর ভারত
  • • আমাদের বাঁচতেও হবে, এগোতেও হবে
  • • আমাদের করোনা পরিস্থিতিকে দেখার সুযোগ হয়েছে
  • • কিন্তু হেরে যাওয়া, ভেঙে পড়া মানবতার অভ্যাস নয়
  • • মানবজাতির কাছে এ এক অভূতপূর্ব সঙ্কট
  • • এই রকম সঙ্কট আমরা আগে না কখনও দেখেছি, না শুনেছি
  • • জীবন বাঁচাতে সারা বিশ্ব এক জোট হয়েছে
  • • সারা বিশ্বে কোটি কোটি মানুষ এই সংকটের মোকাবিলা করছে
  • • একটা ভাইরাস সারা বিশ্বকে টালমাটাল করে দিয়েছে
  • • করোনার মোকাবিলা করতে চার মাস সময় কেটে গিয়েছে
  • • প্রিয় দেশবাসী, আপনাদের সবাইকে নমস্কার

Related posts

নতুন দিল্লি থেকে ১২ মে থেকে চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন, আগামীকাল থেকে রেল ওয়েবসাইটে বুকিং শুরু

E Zero Point

মেমারি শ্যামা কল্যাণ সংঘের অন্নসেবা

E Zero Point

মেমারি হাসপাতালের রুগীর আত্মীয়দের অন্নদান করছেন নিউ তরুণ সংঘ

E Zero Point

মতামত দিন