18/09/2024 : 8:55 PM
অন্যান্য

বর্ধমানে ভারতীয় মানসুরিয়া আঞ্জুমানের অন্নদান

নূর আহামেদ, বর্ধমানঃ গত ৪ এপ্রিল দুপুরে ভারতীয় মানসুরিয়া আঞ্জুমানের পক্ষ থেকে লকডাউনের দিনে বর্ধমান ষ্টেশন, কাঁটাপুকুর রেলওয়ে কলোনি ও নবাবহাটে প্রায় ২৫০ জন অসহায় দুঃস্থ মানুষকে চিকেন বিরিয়ানী অন্নদান করা হল। ভারতীয় মানসুরিয়া আঞ্জুমান প্রেসিডেন্ট হুজুর খাজা খুরশিদ আলম চিশতী নিজামি উপস্থিতিতে এই কর্মসূচী গ্রহণ করা হয়। উল্লেখ্য গত ৩১ মার্চ বর্ধমানে ১০০ পরিবারকে চাল, ডাল, আলু, তেল, বিস্কুট, সাবান দিয়ে সাহায্য করেছেন। এছাড়াও ভারতীয় মানসুরিয়া আঞ্জুমানের উত্তর বঙ্গ ও আসামের বিভিন্ন শাখা থেকে খাদ্যসামগ্রী দানের কর্মসূচী নেওয়া হয়।

Related posts

গুসকরা পৌরসভার প্রাক্তন কাউন্সিলরের ৫০ হাজার টাকা দান মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে

E Zero Point

তুলির টানে সেজে উঠলো মেমারির রাস্তাগুলিঃ আঁচলের জন সচেতনতা মূলক প্রচার

E Zero Point

করোনা মোকাবিলায় রাজ্যের বামপন্থী বিধায়কদের ১০ লক্ষ  টাকা অনুদান : ড. সুজন চক্রবর্ত্তী

E Zero Point