নূর আহামেদ, বর্ধমানঃ গত ৪ এপ্রিল দুপুরে ভারতীয় মানসুরিয়া আঞ্জুমানের পক্ষ থেকে লকডাউনের দিনে বর্ধমান ষ্টেশন, কাঁটাপুকুর রেলওয়ে কলোনি ও নবাবহাটে প্রায় ২৫০ জন অসহায় দুঃস্থ মানুষকে চিকেন বিরিয়ানী অন্নদান করা হল। ভারতীয় মানসুরিয়া আঞ্জুমান প্রেসিডেন্ট হুজুর খাজা খুরশিদ আলম চিশতী নিজামি উপস্থিতিতে এই কর্মসূচী গ্রহণ করা হয়। উল্লেখ্য গত ৩১ মার্চ বর্ধমানে ১০০ পরিবারকে চাল, ডাল, আলু, তেল, বিস্কুট, সাবান দিয়ে সাহায্য করেছেন। এছাড়াও ভারতীয় মানসুরিয়া আঞ্জুমানের উত্তর বঙ্গ ও আসামের বিভিন্ন শাখা থেকে খাদ্যসামগ্রী দানের কর্মসূচী নেওয়া হয়।
পূর্ববর্তী পোস্ট