07/05/2025 : 2:11 AM
অন্যান্য

লকডাউনের তৃতীয় দফাতেও অন্নদান সেবা চালু থাকবে বর্ধমানের গুরুদুয়ারে

শেখ নিজাম আলমঃ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই মূলমন্ত্রে বর্ধমান গুরুদূয়ার আজ ৩৫ দিন ধরে ১০০০ থেকে ১৫০০ হাজার অনাহার মানুষকে লঙ্গর সেবা অর্থাৎ ফুড বিতরণ করে আসছিলেন। গতকালই শেষ হওয়ার কথা ছিল। কিন্ত ৩৫ তম দিবসে লক ডাউন না উঠায় পূণরায় ১৪ দিন এই লঙ্গরখানা চালু থাকবে বলে জানান এই সংস্থার সভাপতি মহেন্দ্রর সিং সালুজা। এই লঙ্গরখানা উদ্বোধন করেছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী, সমাজসেবক বিশ্বজিৎ মল্লিক, সেন্টর ঊজ্জ্বল প্রামাণিক ও বিভিন্ন পুলিশ আধিকারিক। বর্ধমানে এসে সাধারণ মানুষ হাসপাতাল কিংবা ওষুধ কিনতে এসে কোথাও খাবার খেতে পাচ্ছেন না। সেই সমস্ত অভুক্ত মানুষকেও এখানে খাওয়ানোর ব্যাবস্থা করা হয়। গুরুদুয়ারার এই কর্মসূচীকে সাধুবাদ জানান বর্ধমানের মানুষ। এমনকি লক ডাউন চলাকালীন যারা বাজারে এসে অভুক্ত থাকবেন,তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়, তারা যেন বিনামূল্যে এখানে খাবার সংগ্রহ করেন। জাতপাত ভূলে গিয়ে বর্তমানে মানুষ মানুষের জন্য পাশে দাঁড়ানোর মনোভাব নিয়ে এই সংস্থা পূণরায় ১৪ দিন ধরে আপাতত ফুড বিতরণ চালু রাখবেন বলে জানা গেছে।

Related posts

দেশের সঙ্কটময় পরিস্থিতে মহান আদর্শের জন্যে আত্মোৎসর্গকারী প্রতীকী – দধীচি

E Zero Point

তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভাতারে ঈদ উপলক্ষে বস্ত্রদান

E Zero Point

অনলাইন রবীন্দ্র জয়ন্তী :~ লকডাউনে কবিপ্রণাম : চতুর্থ পর্ব (বৈকাল ৫টা )

E Zero Point

মতামত দিন