শেখ নিজাম আলমঃ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই মূলমন্ত্রে বর্ধমান গুরুদূয়ার আজ ৩৫ দিন ধরে ১০০০ থেকে ১৫০০ হাজার অনাহার মানুষকে লঙ্গর সেবা অর্থাৎ ফুড বিতরণ করে আসছিলেন। গতকালই শেষ হওয়ার কথা ছিল। কিন্ত ৩৫ তম দিবসে লক ডাউন না উঠায় পূণরায় ১৪ দিন এই লঙ্গরখানা চালু থাকবে বলে জানান এই সংস্থার সভাপতি মহেন্দ্রর সিং সালুজা। এই লঙ্গরখানা উদ্বোধন করেছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী, সমাজসেবক বিশ্বজিৎ মল্লিক, সেন্টর ঊজ্জ্বল প্রামাণিক ও বিভিন্ন পুলিশ আধিকারিক। বর্ধমানে এসে সাধারণ মানুষ হাসপাতাল কিংবা ওষুধ কিনতে এসে কোথাও খাবার খেতে পাচ্ছেন না। সেই সমস্ত অভুক্ত মানুষকেও এখানে খাওয়ানোর ব্যাবস্থা করা হয়। গুরুদুয়ারার এই কর্মসূচীকে সাধুবাদ জানান বর্ধমানের মানুষ। এমনকি লক ডাউন চলাকালীন যারা বাজারে এসে অভুক্ত থাকবেন,তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়, তারা যেন বিনামূল্যে এখানে খাবার সংগ্রহ করেন। জাতপাত ভূলে গিয়ে বর্তমানে মানুষ মানুষের জন্য পাশে দাঁড়ানোর মনোভাব নিয়ে এই সংস্থা পূণরায় ১৪ দিন ধরে আপাতত ফুড বিতরণ চালু রাখবেন বলে জানা গেছে।