29/11/2023 : 5:06 AM
অন্যান্য

করোনার ভয়ে গলসীতে তেল মিল বন্ধ করে দিল গ্রামবাসী

নিজাম আলম, গলসীঃ লক ডাউন থাকাকালীন সরকার ২০ তারিখ থেকে ছোট কারখানা চালু করার উদ্যোগ নিতে গেলেও, বন্ধ হয়ে গেল গলসি থানার ভাষাপুলে রাধাশ্যাম ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড নামক একটা বড় কারখানা। জানা যায়, স্থানীয় সিংপুর গ্রামবাসীরা একত্রিত হয়ে এই মিল বন্ধ করেন। তাদের বক্তব্য এই তেল মিলে দূরদূরান্ত থেকে গাড়ী আসে। যেমন কেরল,অন্ধ্রপ্রদেশ, বিহার, ইউ-পি, উড়িষ্যা, কলকাতা ইত্যাদি। এমনিতেই করোনা ভাইরাস ছাড়ানোয় নিজ বাড়ীতে থাকার নির্দেশ দিয়েছেন সরকার। তার উপরে বাইরে থেকে এসে এই রোগ যাতে না ছড়াই,তারজন্য গ্রামবাসীরা এই উদ্যোগ নিয়েছেন বলে জানা যায়। ম্যানেজারের কাছে এই কারখানা বন্ধের কারণ জানতে চাইলে, তিনি জানান, এই কারখানার হেড অফিস কলকাতা থেকে যা বলার তা বলবেন। তিনি আরও জানান, সাংবাদিককে কোন তথ্য দেওয়ার ক্ষমতা আমাদের দেয়নি। পরে কলকাতা হেড অফিসে খোদ মালিক তপন আগরওয়ালের কাছে বিষয়টি জানতে চাইলে,তিনি জানান গ্রামবাসীরা এই কারখানা বন্ধ করেছেন ঠিকই। তবে কতদিন বন্ধ থাকবে কিংবা কবে চালু করবেন,তা তিনি আলোচনার মাধ্যমে পরে জানাবেন বলে জানিয়েছেন। জানা যায়,গলসি থানার পুলিশ গন্তব্যস্থলে আসার আগেই বহিরাগত গাড়ীগুলিকে বের করে দেওয়া হয়েছিল। সু্ষ্ঠু মীমাংসা করতে আপাতত এই কারখানাটি বন্ধ রাখা হয়েছে। শতাধিক শ্রমিক এই কারখানায় কাজ করেন বলে জানা গেছে।

Related posts

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২১ হাজার টাকা দান করলেন সুরাতের বেঙ্গল ক্লাবের প্রেসিডেন্ট রাকেশ চৌধুরী

E Zero Point

গুসকরা মহাবিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রক্তদান ও খাদ্য সামগ্রী দান

E Zero Point

রেলওয়ে ষ্টেশনে মেমারি থানা থেকে অসহায় মানুষদের খাওয়ানো হল

E Zero Point

মতামত দিন