নিজস্ব সংবাদ, মেমারিঃ লকডাউনের সাতদিন হল। প্রতিদিন সকালে মেমারি শহরে পথচলতি লোকের সংখ্যা কিংবা প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় দোকানে ভিড় বাড়ছে। রোজ সকালে কিছু সংগঠন মাইকে করে করোনা সচেতনতার প্রচার অভিযান চালাচ্ছেন। আর কিছু মানুষ তার মর্জিমতই কাজ সেরে যাচ্ছেন নিয়ম না মেনেই। পৌর কতৃপক্ষ থেকে ব্যাবসায়ী ও ক্রেতাদের সচেতনও করা হচ্ছে কিন্তু কে শোনে কার কথা, সবার ধারনা করোনায় ভয় পেও না। রোজ রোজ সকালো টাটকা সব্জী কিনতে মেমারি সব্জী বাজারে ভিড় জমাবো, মাছ, মাংসের দোকানে ঘরে বসে ছুটি কাটানোর জন্য ভিড় করে কিনতে যাব – কিন্তু কোন নিয়ম মানব না এটাই এখন মেমারির কিছু মানুষের রোজ নামচা।
সকাল সকাল এক পথচারীর বক্তব্য, লকডাউনের প্রথম দুদিন ভালোই ছিল, পুলিশের লাঠির ভয়ে মানুষ একটু শান্ত ছিল। যেমন স্কুল মাষ্টারের হাত থেকে লাঠি কেড়ে নেওয়ার ফল যা হয়েছে শিক্ষাক্ষেত্রে ঠিক সেরকমই এক হাল হবে আরও লকডাউনের বাকী কটা দিনে। বলতে বলতে নিজেই ঢুকে গেলেন সামনের দোকানের ভিড়ের মধ্যে। মনে মনে ভাবলাম, সত্য সেলুকাসস কি বিচিত্র দেশ এই ভারত।
নীচের ভিডিও ও ছবিতে একটা ছোট্ট নমুনাঃ