09/12/2023 : 1:01 PM
অন্যান্য

আমফানঃ গলসীর পুরসা গ্রামে ক্ষেতমজুরের কাঁচাবাড়ির ক্ষতিগ্রস্ত

সেখ নিজাম আলমঃ আমফান ঝড়ে ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করেছে। আমফান ঝড়ে বাড়ী পড়ল গলসি ১ নং ব্লকের পোতনা পুরসা গ্রাম পঞ্চায়েতের অধীনে মনোহর সুজাপুরে। জানা যায় তারা বাগ্দী তার এক পুত্র, পুত্রবধূ ও নাতিকে নিয়ে একটা মাটির বাড়ীতে বাস করতেন। পুত্র শুকদেব বাগ্দী ক্ষেতমজুরের কাজ করে সংসার চালান। ঝড়ে তাদের বাড়ী ভেঙে পড়ায় বাধ্য হয়ে তারা তার ভাইয়ের বাড়ীতে আশ্রয় নিয়েছেন। এই দূঃস্থ পরিবার পোতনা পুরসা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বাড়ী পাওয়ার আবেদন করেছেন। শীঘ্রই পঞ্চায়েত থেকে বাড়ী না পেলে তারা খুব বিপদগ্রস্ত হয়ে পড়বেন বলে জানা গেছে।


কিছু টেকনিক্যাল কারণে নিউজের প্রথম ছবি অন্য দেখাচ্ছে, খুব শীঘ্রই তা ঠিক হয়ে যাবে। আমরা দুঃখিত।

Related posts

গল্প – ফেরত | স্বাতী মুখার্জী

E Zero Point

অসহায় পরিযায়ী শ্রমিকের দল এখন বাগিলাবাসীর আশ্রয়ে

E Zero Point

লহমার অনুরণন -নীল অর্কিড

E Zero Point

মতামত দিন