15/01/2025 : 3:25 AM
অন্যান্য

আউসগ্রামে মৃত্যু সংবাদ ডেকে নিয়ে এলো আর এক মৃত্যু

সেখ নিজাম আলমঃ মর্মান্তিক দূর্ঘটনায় মৃত্যু আউসগ্রামের পূবারে পিতাপুত্র একসঙ্গে মোটরসাইকেলে মৃত্যুবাড়ী থেকে ফেরার পথে পুত্রের মৃত্যু হয় বলে জানা গেছে। খবরে প্রকাশ রবিবার আত্মীয়ের মৃত্যুর খবর শুনে পিতা মাফুজ মন্ডল (৪৫) এবং পুত্র নাজিবুল মন্ডল (২৪) ইলামবাজার থানার সোলা গ্রামে মাটি দিতে গিয়েছিলেন। বাড়ী ফেরার পথে ইলামবাজার থানার পায়েল মোড়ে টার্নিং-এ গতিরোধ করতে না পারায় মোটরসাইকেলটি একটি গ্যাসের ডাম্পারের তলায় ঢুকে যায়। ডাম্পারের গতিও বেশী থাকায় এই বিপত্তি ঘটে। ঘটনাস্থলে পুলিশ এসে ডাম্পারের তলা থেকে মোটরসাইকেলটি বের করেন ও নাজিবুল মন্ডলকে আহত অবস্থায় হাসপাতাল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর বাড়ী থেকে বাড়ী ফেরার পথে তার মৃত্যুতে পূবার গ্রামে শোকের ছায়া নেমেছে। তার বাবা মাফুজ মন্ডলের পায়ে চরম আঘাত হয়েছে। পুত্রের মৃতু আর পিতার এই দূর্ঘটনায় তাদের আত্মীয়ের আর্তনাদ গ্রামের মানুষকে ভাবিয়ে তুলেছে।

Related posts

ভারতীয় রেল ২১শে মার্চ থেকে ১৪ই এপ্রিল, ২০২০ সময়কালের মধ্যে ভ্রমণের জন্য সমস্ত টিকিটের পুরো অর্থ ফেরত দেবে

E Zero Point

মেমারি হাটপুকুরে বন্ধ অয়েল মিলের শ্রমিকদের পাশে বামপন্থী সংগঠন

E Zero Point

মেমারির পর দুর্গাপুরে করোনা পজিটিভ : আক্রান্ত হলেন এক বৃদ্ধ

E Zero Point

মতামত দিন