নূর আহমেদ, মেমারিঃ গত ২০ এপ্রিল থেকে আবার মিড-ডে মিলের চাল-আলু দেওয়া শুরু হল বিভিন্ন স্কুল থেকে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, প্রতিদিন এক-একটি ক্লাসের অভিভাবকদের ডেকে প্যাকেট তুলে দিতে হবে। পড়ুয়াদের স্কুলে আসা চলবে না, বলা হয়েছে নির্দেশে। আজ মেমারি পৌর শহরে মেমারি রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়, মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দির শাখা-১ ও ২ এবং মেমারি হাই মাদ্রাসায় বিধিবদ্ধ ভাবে প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়া পিছু ৩ কেজি করে চাল ও ৩ কেজি করে আলু দ্বিতীয় দফার মিড-ডে-মিল দেওয়ার কাজ শুরু হলো।
পূর্ববর্তী পোস্ট