স্বদেশ মজুমদারঃ গত ২১ এপ্রিল আমাদপুর পঞ্চায়েতের অন্তর্গত বিজরা গ্রামের মসজিদ ক্লাব প্রাঙ্গণে সম্প্রীতির পরিবেশে খাদ্য সামগ্রী প্রদান করা হল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদপুর পঞ্চায়েতের তৃমমূল সদস্য অনিন্দিতা পাত্র ও আমাদপুর তৃণমূল যুব কংগ্রেস নেতা সেখ মাফিক মহম্মদ। লকডাউনের ফলে প্রায় ১০০ জন অসহায় মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়।