01/10/2023 : 1:43 AM
অন্যান্য

মাইক হাতে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বিশেষ প্রতিনিধিঃ বাংলার ইতিহাসে এই দৃশ্য নজিরবিহীন এবং বিরল বলাই ভাল। রাজাবাজার মোড়ে মাইক হাতে জনসচেততার বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এর আগে কোনও মুখ্যমন্ত্রীকে এভাবে কাজ করে দেখা গিয়েছে বলে মনে হয়নি। রাজাবাজারে আগেই লকডাউন কড়া করা হয়েছে। সিল করে দেওয়া হয়েছে গোটা এলাকা। তারপরেও মুখ্যমন্ত্রীর মাইক হাতে মমতার পথে নামতে হয়েছে মুখ্যমন্ত্রীকে। শুধু রাজাবাজার নয় পার্ক সার্কাসেও মাইক হাতে লকডাউন রক্ষার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। করোনা ভাইরাসের সংক্রমণ যাতে না হয় সেকারণে সেখানকার বাসিন্দাদের বারবার ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

Related posts

আজ পবিত্র শবেবরাত

E Zero Point

ধারাবাহিক গল্পঃ নীভা থেকে নীভাদেবী হয়ে ওঠার কাহিনী (দ্বিতীয় পর্ব) ~ সুতপা দত্ত

E Zero Point

মেমারি হাসপাতালের রুগীর আত্মীয়দের অন্নদান করছেন নিউ তরুণ সংঘ

E Zero Point

মতামত দিন