06/10/2024 : 11:52 AM
অন্যান্য

রাণীগঞ্জের দক্ষিণ পল্লী উৎসব সমন্বয় কমিটির পক্ষ থেকে খাদ্যসমাগ্রী দান

স্টাফ রিপোর্টার, রাণীগঞ্জঃ রাণীগঞ্জ দক্ষিণ পল্লী উৎসব সমন্বয় কমিটির পক্ষ থেকে গত ২০ এপ্রিল এবং আজ ৩রা মে ২০২০, স্কুল পাড়া এলাকার নিম্নমধ্যবিত্ত পরিবারের মধ্যে দুটি পর্যায়ে প্রায় ১০০ জনের হাতে তুলে দেওয়া হয় প্রোটিন ও মাল্টিভিটামিন যুক্ত খাদ্য সামগ্রী। বর্তমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে, সবচেয়ে শোচনীয় অবস্থায় রয়েছেন সমাজের নিম্নমধ্যবিত্ত পরিবারগুলো। যারা তাদের সমস্যার কথা না পারেন কারো কাছে বলতে, আর না পারেন সমাধানের পথ খুঁজতে। কারণ দিনআনা দিন খাওয়া পরিবারবর্গের না থাকে সঞ্চিত অর্থ আর তাই হঠাৎ করে তারা কর্মহীন হয়ে পড়লে তাদের শোচনীয় পরিস্থিতির মধ্যে পড়তে হয়। তাই পশ্চিম বর্ধমান জেলার রাণীগঞ্জ ব্লকের স্কুলপাড়া এলাকার দক্ষিণ পল্লী উৎসব সমন্বয় কমিটির অভিনব উদ্যোগ, তারা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন যে উক্ত এলাকার যে সমস্ত পরিবার খাদ্য সঙ্কটের সম্মুখীন হচ্ছেন, তারা যেন নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করেন। তাহলেই কমিটির সদস্য বৃন্দ সেই পরিবারের নিকট প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ করে দেবেন। কমিটির আহ্বায়ক বাপ্পা দে বলেন আমরা এখনো পর্যন্ত আমাদের সীমিত ক্ষমতা অনুযায়ী এলাকার মানুষের পাশে থাকার প্রচেষ্টায় বদ্ধপরিকর। কমিটির অন্যতম পর্যবেক্ষক এবং সমাজকর্মী পৌলমী দত্ত বলেন, আমরা শুধুমাত্র করোনা মোকাবিলাই নয়, আমাদের কমিটি সারা বছর ধরেই, এলাকার মানুষের সাথে এবং পাশে থাকার সংকল্পে দৃঢ়প্রতিজ্ঞা।

Related posts

মেমারি পুলিশ থেকে অভাবীদের সাহায্য করলেন

E Zero Point

করোনা মোকাবিলায় সজাগ থাকুন কিন্তু গুজব ছড়াবেন না – মেমারির মানুষ সচেতন হন

E Zero Point

মেমারিতেও ন’টা থেকে ৯ মিনিট, মোদির ডাকে জ্বললো প্রদীপ….বাজলো শঙ্খও, সঙ্গে শব্দ বাজিও…এরপর কি হবে?

E Zero Point

মতামত দিন