বিশেষ প্রতিনিধি, সাতগেছিযা : লকডাউন চলাকালীন করোনার প্রকোপ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে একদিকে যেমন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা দিনরাত পরিশ্রম করছেন ঠিক তেমনই প্রশাসন থেকে শুরু পুলিশ কর্তব্য করে চলেছেন। আজ এই সব করোনা যোদ্ধাদের নিরলস পরিশ্রমের ফলেই করোনা ভাইরাস তার থাবা বসাতে অক্ষম হচ্ছে ধীরে ধীরে। লকডাউনের সুফল পাচ্ছে মানুষ।
রাজ্য তথা জেলায় জেললায় পুলিশের প্রতি ধন্যবাদ জানাতে এগিয়ে এলো মেমারির সাতগেছিয়ার কৌশিক নন্দী, অমলেন্দু ঘোষ, তন্ময় ঘোষ। সাতগেছিয়া বাজারে কর্তব্যরত পুলিশ কর্মীর হাতে হেল্থড্রিংস, পালীয় জল ও জলযোগ তাদের হাতে দিয়ে করোনাযোদ্ধাদের প্রতি সম্মান জানালো এই তিন যুবক।