পরাগজ্যোতি ঘোষ; মঙ্গলকোট: পূর্ব বর্ধমানে করোনার প্রথম পজিটিভ খবর পাওয়ার সাথে সাথেই সেকেন্ড ইনিংস খেলতে শুরু করলো মঙ্গলকোট থানার পুলিশ। ফার্স্ট ইনিংসটা বেশ ভালো ভাবেই শুরু করেছিল কিন্তু কোনো অজানা কারণে একটু নড়বড়ে লাগছিল। গতকাল থেকে ফের মহাবিক্রমে টহল শুরু করেছে পুলিশ। পশ্চিম মঙ্গলকোটের কাসেমনগর, চানক, জালপাড়া এবং পার্শ্ববর্তী গ্রাম গুলিতে নজরদারি তীব্র করেছে। দফায় দফায় তারা হানা দিচ্ছে বিভিন্ন ঠেক গুলিতে। এছাড়াও বিভিন্ন মদ-গাঁজার ঠেক গুলিতে তারা ব্যপক তল্লাশি চালাচ্ছেন। এক কথায় পরিস্থিতি এখন বেশ নিয়ন্ত্রণে। কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায় – পুলিশ চলে যাবার সাথে সাথেই কিছু অবিবেচক মানুষ আবার বেরিয়ে পড়ছেন। রাতের অন্ধকারে পার্শ্ববর্তী মাঠ গুলিতে বসছে মদের ঠেক। এগুলির দিকে বিশেষ নজরদারি দেওয়ার প্রয়োজন আছে। ভিলেজ পুলিশ গোলাম মোরসালিন জানান তারা আপ্রান চেষ্টা করছেন এগুলি বন্ধ করার। প্রতিনিয়ত এলাকায় ব্যাপক পুলিশ টহল হলে হয়তো সমস্যার সমাধান হবে। কিন্তু মানুষ জালপাড়া গ্রামের বিভিন্ন মুদির দোকানের সামনে অকারনে বসে বসে আড্ডা দিচ্ছেন। ঞ্জানের ভাণ্ডার এসব অসচেতন মানুষদের সচেতন করতে পুলিশি টহল ছাড়া কোনো উপায় নেই বলে মনে করেন জালপাড়ার তৃণমূল নেতা পতিত পাবন মণ্ডল।
পূর্ববর্তী পোস্ট